অস্ট্রেলিয়ায় স্টিভের বাজি ভারতই!
বিরাট ঠিক সচিন আর লারার মতো। বড় ক্রিকেটাররা বড় মঞ্চে অর্থাত্ গুরুত্বপূর্ণ সিরিজের জন্য সবসময়ই মুখিয়ে থাকে।
নিজস্ব প্রতিবেদন : মাঠে বল গড়ানোর আগেই ডনের দেশে আসন্ন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করে চলেছেন প্রাক্তণীরা। ইয়ান চ্যাপেল যেমন মনে করেন, টেস্ট সিরিজ জিতবে অস্ট্রেলিয়াই। রিকি পন্টিং বলে দিয়েছেন অস্ট্রেলিয়া ২-১ সিরিজ জিতবে। উল্টো পথে হেঁটে ডিন জোন্স বলেছেন, ভারত ২-০ বা ৩-০ তে টেস্ট সিরিজ জিতবে। ডিন জোন্সের মতো চ্যাপেল-পন্টিংয়ের উল্টোপথেই হাঁটলেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়াও।
আরও পড়ুন - বোলারদের নিয়ে দুশ্চিন্তার মাঝেই ওপেনিংয়ে বিজয়ের শতরান, চিন্তা কমাল বিরাটের!
স্টিভ ওয়ার মতে, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জেতার এটাই সেরা সুযোগ ভারতের সামনে। শুধু মাত্র স্টিভ ওয়া নন, বিশেষজ্ঞ মহলের বেশিরভাগেই মত এমনটাই। স্টিভ বলেন, "এ বার ভারতের সামনে সিরিজ জেতার সবচেয়ে ভাল সুযোগ রয়েছে। তবে আমার মনে হয় এ বার সেয়ানে-সেয়ানে লড়াই হবে।" সেই সঙ্গে স্টিভ মনে করিয়ে দিয়েছেন, অজি বোলারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম বিরাট কোহলি। চার বছর আগে অস্ট্রেলিয়ায় চারটি টেস্টে চারটি সেঞ্চুরি করেছিলেন কোহলি। দুরন্ত ফর্মে থাকা ভারত অধিনায়ক অস্ট্রেলিয়াতেও রানের খোঁজেই থাকবেন। কোহলি প্রসঙ্গে স্টিভ বলেন, "বিরাট অসাধারণ এক ক্রিকেটার। বড় মঞ্চে ও জ্বলে উঠতে পছন্দ করে। বিরাট ঠিক সচিন আর লারার মতো। বড় ক্রিকেটাররা বড় মঞ্চে অর্থাত্ গুরুত্বপূর্ণ সিরিজের জন্য সবসময়ই মুখিয়ে থাকে। নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করেন।"