Virat Kohli and Rohit Sharma: কোহলি-রোহিতের টিম ইন্ডিয়ার কাছ থেকে কোন দুই 'বিরাট' আবদার করলেন সুনীল গাভাসকর
২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এরপর থেকে আইসিসি ইভেন্ট থেকে খালি হাতে ফিরেছে তারকাখচিত টিম ইন্ডিয়া।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয় দল দারুণ পারফরম্যান্স করে। তবে আইসিসি (ICC) ইভেন্টে চাপের ম্যাচে একেবারে চুপসে যায়। গত কয়েক বছরে আইসিসি-র বিভিন্ন ফরম্যাটের প্রতিযোগিতায় সেটা দেখা গিয়েছে। যদিও এবার টিম ইন্ডিয়ার (Team India) কাছে চাকা ঘোরানোর সুবর্ণ সুযোগ রয়েছে। চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে আয়োজিত হবে বিশ্বকাপ (ICC World Cup 2023)। সঙ্গে রয়েছে ফের একবার আইসিসি বিশ্ব টেস্ট ফাইনালে (ICC World Test Championship Final 2023) খেলার সুযোগ। এমন দুই মেগা ইভেন্টে ভারতীয় দলকে জয়ী হিসেবে দেখতে চান সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ভারতীয় দলের দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) কাছে এমনই দাবি করলেন 'লিটল মাস্টার'।
সিনিয়র গাভাসকর বলেন, "চ্যাম্পিয়ন হওয়ার স্বাদই আলাদা। সবাই চ্যাম্পিয়ন হতে চায়। আমার তো আর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই। তাই আমি ভারতীয় দলের হাতে জোড়া ট্রফি দেখতে চাই। চলতি বছর বিরাট কোহলি-রোহিত শর্মাদের কাছে দুটি ট্রফি জেতার দারুণ সুযোগ রয়েছে। আমি এই দুটি প্রতিযোগিতায় ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই।"
২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এরপর থেকে আইসিসি ইভেন্ট থেকে খালি হাতে ফিরেছে তারকাখচিত টিম ইন্ডিয়া। এবার কি দুটি আইসিসি প্রতিযোগিতায় বিরাট কোহলি-রোহিত শর্মারা হাতে ট্রফি তুলতে পারবে? সেটাই দেখার।