বিতর্কিত Manu Sawhney কে CEO পদ থেকে অবিলম্বে সরানোর সিদ্ধান্ত নিল ICC

২০১৯ সালে ডেভ রিচার্ডসনকে সরিয়ে আইসিসির সিইও পদে আসেন মনু। 

Updated By: Jul 8, 2021, 09:22 PM IST
বিতর্কিত Manu Sawhney কে CEO পদ থেকে অবিলম্বে সরানোর সিদ্ধান্ত নিল ICC

নিজস্ব প্রতিবেদন: আইসিসি (ICC) ও মনু সাহানির (Manu Sawhney) দীর্ঘ অধ্যায়ের অবশেষে ইতি! ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাদের চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও পদ থেকে মনুকে অবিলম্বে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার। এদিন আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলের পৌরহিত্যে জরুরি বৈঠক হয়। সেখানেই মনুকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

২০১৯ সালে ডেভ রিচার্ডসনকে সরিয়ে আইসিসির সিইও পদে আসেন মনু। নির্দিষ্ট সময়সীমার অনেক আগেই তাঁর অধ্যায় শেষ হয়ে গেল। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে যে, এই মুহূর্তে মনুর পরিবর্তে জিওফ অ্যালারডাইস অস্থায়ী সিইও হিসেবে দায়িত্ব সামলাবেন সংস্থার। 

আরও পড়ুন: COVID-19 পরিস্থিতিতে T20 World Cup বাতিল হলে বিরাট ক্ষতি হয়ে যেত: Sourav Ganguly

মনু সাহানির কার্যপদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছিল আইসিসি-র অন্দরমহলে। কর্মীরা তাঁর বিরুদ্ধে অসহযোগিতা ও হেনস্তার অভিযোগ এনেছিলেন। পাশাপাশি মনু কর্মীদের উপর নিজের আধিপত্য প্রতিপন্ন করার চেষ্টা করতেন বলেও অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতেই গত মার্চ থেকে আইসিসি মনুকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠিয়েছিল। এদিনের পর মনুকে পাকাপাকি ছুটিতে পাঠিয়ে দিল আইসিসি। মনুকে সরানোর ক্ষেত্রে আইসিসি আনুষ্ঠানিক ভাবে বোর্ড অফ ডিরেক্টর্সদের ভোট নেয়নি বলেই জানা গিয়েছে। কিন্তু তাঁকে সরানোর ক্ষেত্রে কেউ কোনও আপত্তি জানাননি বলেই খবর। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.