Virat Kohli, Olympics: অলিম্পিক্সে ক্রিকেটকে যোগ করতে কোহলির 'বিরাট' জনপ্রিয়তাকে অস্ত্র করছে আইসিসি
Virat Kohli, Olympics: ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। আইসিসি সেটা মাথায় রেখে যে প্রেজেন্টেশন দিয়েছে, তাতে ভারতে ক্রিকেটের তুমুল জনপ্রিয়তাকেই তুলে ধরা হয়েছে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো : ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে (Los Angeles Olympic Games 2028) ক্রিকেটের অন্তর্ভুক্তি ঘটাতে বিরাট কোহলির (Virat Kohli) জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে আইসিসি (ICC)। গত সপ্তাহে অলিম্পিক্স কমিটির কাছে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে একটা অডিও ভিস্যুয়াল প্রেজেন্টেশন দিয়েছে আইসিসি। সেখানে টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ককে তুলে ধরা হয়েছে।
২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই অলিম্পিক্সের কথা মাথায় রেখে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা যে প্রেজেন্টেশন দিয়েছে, তাতে ভারতে ক্রিকেটের তুমুল জনপ্রিয়তাকেই তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে বিরাট কোহলি, মিতালি রাজের মতো আন্তর্জাতিক ক্রীড়া আইকনদের। বাইশ গজের যুদ্ধের বাইরেও কোহলির 'বিরাট' জনপ্রিয়তা ক্রিকেট মাঠে যেমন, মাঠের বাইরেও কোহলির জনপ্রিয়তা অতুলনীয়। ইনস্টাগ্রামে প্রাক্তন ভারত অধিনায়কের ফলোয়ার সংখ্যা ২১৬ মিলিয়নেরও বেশি। বিশ্বের যেখানেই যান না কেন, ভক্তদের ভালোবাসার অত্যাচার সহ্য করতে হয় কোহলিকে। মিতালি আবার মহিলা ক্রিকেটের যুগন্ধর ব্যক্তিত্ব।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
তবে শুধুমাত্র কোহলি-মিতালির জনপ্রিয়তাই নয়, অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি ঘটলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় কীভাবে আর্থিক সুযোগসুবিধে হবে অলিম্পিক্স কমিটির, সেটাও প্রেজেন্টেশনে জানিয়েছে আইসিসি।
আরও পড়ুন: Indonesia football Stampede: ইন্দোনেশিয়ার শতাধিক মানুষের হত্যালীলায় ছয় জনকে চিহ্নিত করল পুলিস
আগামী বছরের মাঝামাঝি সময়ে মুম্বইয়ে যে আইওসি বৈঠক হওয়ার কথা। অলিম্পিক্সে ক্রিকেট জুড়ে দেওয়ার প্রয়াস বহুদিনের। কমনওয়েলথ গেমসে ক্রিকেট দেখা গেলেও অলিম্পিক্সে কখনও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়নি। এবার দেখার, শেষ পর্যন্ত কী হয়।