একদিনের ক্রিকেটে সেরা বোলারদের তালিকায় এক লাফে ২৭ ধাপ এগোলেন বুমরাহ!

Updated By: Sep 4, 2017, 06:14 PM IST
একদিনের ক্রিকেটে সেরা বোলারদের তালিকায় এক লাফে ২৭ ধাপ এগোলেন বুমরাহ!

ওয়েব ডেস্ক: রবিবারই শ্রীলঙ্কাকে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করল বিরাট কোহলির ভারত। আর ভারতের একদিনের সিরিজে এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অনেকটা অবদান ছিল দলের পেসার যশপ্রীত বুমরাহর। নিজের এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলও পেলেন বুমরাহ। আইসিসির বিচারে একদিনের ম্যাচের সেরা বোলারদের তালিকায় ২৭ ধাপ উঠে এলেন তিনি। এখন তিনি রয়েছেন চার নম্বরে! এই তালিকায় এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড। দুই নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। তিন নম্বরে রয়েছেন আর এক অজি পেসার মিচেল স্টার্ক। আর তারপরই এখন বুমরাহ। এবার এক নজরে দেখে নিন, আইসিসি-র বিচারে একদিনের ক্রিকেটে সেরা পাঁচ বোলার কে কে।

আরও পড়ুন সামনের আইপিএল আর সেট ম্যাক্সে দেখতে পারবেন না!

বোলার দেশ পয়েন্ট
জস হ্যাজেলউড অস্ট্রেলিয়া ৭৩২ পয়েন্ট
ইমরান তাহির দক্ষিণ আফ্রিকা ৭১৮ পয়েন্ট
মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া ৭০১ পয়েন্ট
যশপ্রীত বুমরাহ ভারত ৬৮৭ পয়েন্ট
কাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকা ৬৮৫ পয়েন্ট

এবার এক নজরে দেখে নিন, আইসিসির বিচারে একদিনের ক্রিকেটের সেরা পাঁচ দল কারা।

দেশ পয়েন্ট
দক্ষিণ আফ্রিকা ১১৯ পয়েন্ট
অস্ট্রেলিয়া ১১৭ পয়েন্ট
ভারত ১১৭ পয়েন্ট
ইংল্যান্ড ১১৩ পয়েন্ট
নিউজিল্যান্ড ১১১ পয়েন্ট

এবার এক নজরে দেখে নিন, আইসিসি-র বিচারে একদিনের ক্রিকেটের সেরা পাঁচ ব্যাটসম্যান কে কে।

ব্যাটসম্যান দেশ পয়েন্ট
বিরাট কোহলি ভারত ৮৮৭ পয়েন্ট
ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ৮৬১ পয়েন্ট
এবি ডিভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকা ৮৪৭ পয়েন্ট
জো রুট ইংল্যান্ড ৭৯৯ পয়েন্ট
বাবর আজম পাকিস্তান ৭৮৬ পয়েন্ট

আরও পড়ুন ১০০ ম্যাচ কম খেলেও সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি

.