করোনাভাইরাসের জেরে ঘরবন্দি ক্রিকেটপ্রেমীদের জন্য অভিনব উদ্যোগ নিল আইসিসি
১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয়ের মুহূর্তটা কেমন ছিল?
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস এর জেরে লকডাউন গোটা দেশে। ঘরবন্দি হয়ে বোর ফিল করছেন! একঘেয়েমি কাটাতে ক্রিকেটপ্রেমীদের জন্য এক ব্যাগ মজা নিয়ে হাজির বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি । ঘরবন্দি ক্রিকেটপ্রেমীদের জন্য খুলে দেওয়া হল আইসিসি-র ক্রিকেট আর্কাইভ।
১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয়ের মুহূর্তটা কেমন ছিল? কপিলের বিশ্বজয়ের কাহিনী থেকে ধোনির বিশ্বকাপ জয়ের ছবি পেয়ে যাবেন আইসিসি ক্রিকেট আর্কাইভে। ১৯৭৫ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটের সব খেলাই দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। আইসিসির নিজস্ব আর্কাইভে এসব থাকলেও তা সর্বজনীন করা হয়নি এতদিন। এবার করোনাভাইরাস এর জেরে ঘরে আটকে থাকা মানুষদের জন্য এই উদ্যোগ নিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
Time to relive some of the greatest cricketing moments of the last 45 years.
Which match are you most looking forward to?https://t.co/SlQvdgq2Zt
— ICC (@ICC) March 26, 2020
শুধুমাত্র বিশ্বকাপের ম্যাচ নয়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচও রয়েছে এখানে। আইসিসির ফেসবুক পেজে এইসব ম্যাচগুলি দেখা যাবে। সুতরাং ক্রিকেট পাগল মানুষেরা সহজেই পুরনো ম্যাচের ঝলক দেখে নিতে পারবেন।
আরও পড়ুন - করোনা ঠেকাতে কী করণীয়, ক্রিকেটের ভাষায় বার্তা দিলেন 'স্যার' জাদেজা