ক্রিকেটে কার্ড ব্যবস্থা চালু করতে আরেক ধাপ এগোল ICC

ফুটবলের মতো ক্রিকেটেও কার্ড ব্যবস্থা চালু করতে চাইছে আইসিসি। কী ভাবে তা লাগু করা যায় ও এব্যাপারে কোনও অভিযোগ উঠলে নিষ্পত্তির পথ খুঁজতে তৈরি করা হয়েছে রিভিউ কমিটি। 

Updated By: Apr 26, 2018, 06:54 PM IST
ক্রিকেটে কার্ড ব্যবস্থা চালু করতে আরেক ধাপ এগোল ICC

নিজস্ব প্রতিবেদন: ফুটবলের মতো ক্রিকেটেও লাল ও হলুদ কার্ড চালু করার জন্য কমিটি গড়ল আইসিসি। বৃহস্পতিবার কলকাতায় আইসিসির বৈঠক শেষে একথা জানানো হয়েছে। আইসিসির ক্রিকেট কমিটিতে বিশেষজ্ঞদের এনে এই নতুন কমিটি গঠন করা হবে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা - অস্ট্রেলিয়া সিরিজে ক্রিকেটারদের আচরণ নিয়ে চিন্তিত আইসিসি। দ্বিতীয় টেস্টে ড্রেসিং রুমের সামনে কথা কাটাকাটিতে জড়ান প্রোটিয়া উইকেট রক্ষক কুইন্টন ডি কক ও অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এর পরের টেস্টেই কোপটাউনে বল বিকৃতি বিতর্কে তোলপাড় হয় গোটা বিশ্ব। 
এই ধরণের বিতর্ক এড়াতে ফুটবলের মতো ক্রিকেটেও কার্ড ব্যবস্থা চালু করতে চাইছে আইসিসি। কী ভাবে তা লাগু করা যায় ও এব্যাপারে কোনও অভিযোগ উঠলে নিষ্পত্তির পথ খুঁজতে তৈরি করা হয়েছে রিভিউ কমিটি। আইসিসির ক্রিকেট কমিটির সদস্যরা ছাড়াও এই কমিটিতে থাকবেন উইন্ডিজের কিংবদন্তী রিচি রিচার্ডসন, প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার শন পোলক। জুনে বৈঠকে বসবে এই কমিটি।   

.