Imran Khan, ICC T20 World Cup 2022: বাবর আজমের পাকিস্তানকে শুভেচ্ছা জানালেন বিশ্বকাপজয়ী ইমরান
বোলিংয়ের পর ব্যাটিং। দুই পাওয়ার প্লে-তেই দাপট দেখিয়েছিল বাবর আজমের দল। সেই সুবাদেই এল সহজ জয়। পাকিস্তান ফাইনালে উঠে যাওয়ায় ভারত-পাক স্বপ্নের ফাইনাল দেখার যে সম্ভাবনা গোটা ক্রিকেট বিশ্ব দেখছিল, সেই সম্ভাবনা আরও উজ্বল হল। যদিও সেই স্বপ্নের ম্যাচের জন্য বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে টিম ইন্ডিয়াকে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ১৯৯২ সালের ২১ মার্চ থেকে ২০২২ সালের ৯ নভেম্বর। অকল্যান্ডের মাঠ থেকে সিডনির বাইশ গজ। সেবারের মতো এবারও প্রতিপক্ষ সেই এক। নিউজিল্যান্ড (New Zealand)। ৩০ বছর আগে সেটাও ছিল প্রথম সেমি ফাইনাল। সেই ম্যাচে ইমরান খানের (Imran Khan) পাকিস্তান ৪ উইকেটে জিতেছিল। আর এবার বাবর আজমের (Babar Azam) দল জিতল ৭ উইকেটে। সেবার ২৬৩ রান তাড়া করতে গিয়ে কিউইদের বোলিংকে উড়িয়ে দিয়েছিলেন ইনজামাম উল হক (Inzam Ul Haq) ও জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad)। আর এবার বাবর ও মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ১৫৩ রান চেজ করতে গিয়ে সেই সোনালি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন।
আর তাই বাবরের পাকিস্তানকে দরজা সার্টিফিকেট দিলেন সেই দেশের প্রথম বিশ্বকাপজয়ী ও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি টুইট করে শুভেচ্ছা জানালেন ক্রিকেটারদের। ইমরান টুইট করেছেন, 'দুর্দান্ত জয়ের জন্য বাবর আজ়ম এবং গোটা দলকে অনেক শুভেচ্ছা।' ম্যাচের আগেও ইমরান টুইট করেন। লেখেন, “গোটা দেশের তরফ থেকে বাবর আজ়ম এবং গোটা দলের জন্য আমার প্রার্থনা থাকল। আমরা চাই তোমরা শেষ বল পর্যন্ত লড়ে যাও।'
Congratulations to Babar Azam and the team for a great win.
— Imran Khan (@ImranKhanPTI) November 9, 2022
১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ওয়াসিম আক্রম। ১০ ম্যাচে সর্বাধিক ১৮টি উইকেট নিয়েছিলেন 'সুলতান অফ সুইং'। এহেন আক্রম টুইটারে লিখেছেন, 'অসাধারণ পারফরম্যান্স করার জন্য পাকিস্তান দলকে শুভেচ্ছা। শুধু বাবর আজমদের নয়, দেশের সব সাধারণ মানুষদের এই জয়ের জন্য অভিনন্দন।'
— Wasim Akram (@wasimakramlive) November 9, 2022
শুধু ইমরান, ওয়াসিম নয়। পাক দলকে শুভেচ্ছা জানিয়েছেন আর এক প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনুস। তিনিও টুইটারে দলকে অভিনন্দন জানিয়েছেন।
— Waqar Younis (@waqyounis99) November 9, 2022
বোলিংয়ের পর ব্যাটিং। দুই পাওয়ার প্লে-তেই দাপট দেখিয়েছিল বাবর আজমের দল। সেই সুবাদেই এল সহজ জয়। পাকিস্তান ফাইনালে উঠে যাওয়ায় ভারত-পাক স্বপ্নের ফাইনাল দেখার যে সম্ভাবনা গোটা ক্রিকেট বিশ্ব দেখছিল, সেই সম্ভাবনা আরও উজ্বল হল। যদিও সেই স্বপ্নের ম্যাচের জন্য বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে টিম ইন্ডিয়াকে।