Virat Kohli's 34th Birthday: ৩৪তম জন্মদিনে নিজের সামনে কোন লক্ষ্য রাখলেন 'কিং কোহলি'? জেনে নিন
রোহিতের সঙ্গে তাঁর ইগোর লড়াই নিয়ে অনেক নিউজপ্রিন্ট খরচ হয়েছে। যদিও ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা কেউ তাঁদের মধ্যে সম্পর্কের টানাপড়েনের কথা স্বীকার করেননি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নিজের ৩৪তম জন্মদিনে শুধু ভালো মুডে থাকা নয়। আলাদা একটা লক্ষ্যও নিজের সামনে রেখেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ফর্মের তুঙ্গে থাকা টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) হাতে তোলা ছাড়া আর কিছুই ভাবছেন না। সেটা অকপটে জানিয়েও দিলেন তিনি। বিরাট তাঁর টার্গেট ও রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন। বিসিসিআই (BCCI) সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে। সেখানেই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন এই কিংবদন্তি।
এই মুহূর্তে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এর শীর্ষে আছে ভারতীয় দল। রবিবার মেলবোর্নে জিম্বাবোয়েকে হারিয়ে দিলেই সেমি ফাইনালে চলে যাবে 'মেন ইন ব্লু' ব্রিগেড। এর আগে বিরাট বলেন, 'আমাদের দলে সবাই পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। এমন বড় প্রতিযোগিতায় চাপ কীভাবে বজায় রাখতে হয়, সেটা আমরা সবাই জানি। আসলে চাপ বজায় রেখে বড় ও কঠিন ম্যাচ জিতলে পারলে এমনিতেই আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যায়। এবার আমাদের ক্ষেত্রে তেমনটাই হয়েছে। তবে আমরা কিন্তু পরবর্তী ম্যাচ খেলার আগে বাড়তি চাপ একদম নিচ্ছি না। বরং একদম রিল্যাক্স আছি।'
— BCCI (@BCCI) November 5, 2022
রোহিতের সঙ্গে তাঁর ইগোর লড়াই নিয়ে অনেক নিউজপ্রিন্ট খরচ হয়েছে। যদিও ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা কেউ তাঁদের মধ্যে সম্পর্কের টানাপড়েনের কথা স্বীকার করেননি। বরং এদিন বিরাট দাবি করলেন তাঁর ও রোহিতের লক্ষ্য এক। দলের দুই সিনিয়র এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছাড়া আর কিছুই ভাবছেন না।
বিরাট ফের বলেন, 'আমাদের লক্ষ্য এক। আমাদের ভাবনাচিন্তা এক। আমাদের ভিশন এক। ভারতের জয় ছাড়া আর কিছুই ভাবছি না। সেটা নিয়েই আমরা দুজন সবসময় আলোচনা করি। রোহিত কোনও বিষয় নিয়ে জানতে চাইলে আমি সবসময় এগিয়ে এসে সাহায্য করি। আমি অধিনায়ক থাকার সময় রোহিত এভাবেই আমাকে সাহায্য করত। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই। আসলে সেই ২০০৭ সালের পর আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে তুলিনি। এবার সেই খরা মিটিয়ে ফেলতে আমরা বদ্ধপরিকর।'
— BCCI (@BCCI) November 5, 2022
২০১৪ সালের পর থেকে একাধিকবার স্যর ডন ব্র্যাডম্যানের দেশে এসেছেন। প্রতিবারই ব্যাটার হিসেবে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছেন বিরাট। তাই তাঁর কাছে অস্ট্রেলিয়া নিজের দেশের মতো। সেটাও জানাতে ভুললেন না টিম ইন্ডিয়ার সেরা ব্যাটার।
বিরাট শেষে যোগ করেন, 'এখানে (পড়ুন, অস্ট্রেলিয়া) এলে আমি কখনও বিদেশে আছি বলে অনুভব করি না। আমি এখানে স্বস্তিবোধ করি। কারণ এখানে যেকোনও মাঠে পারফর্ম করলে, সম্মান পাওয়া যায়। সেটা বারবার এখানে এসে এবং সাফল্য পেয়ে বুঝেছি। মনে করুন কোনও সিরিজ খেলতে এসে ছুটির দিন একটু বাইরে গেলাম। কিংবা রাস্তায় হাঁটছি, স্থানীয় মানুষ খুবই সম্মান দেখায়। সেগুলো খুবই ভালোলাগে।'
গত তিন বছর তিন অঙ্কের রান না পাওয়ার জন্য অনেক কটাক্ষ হজম করতে হয়েছে। সব বাধা টপকে ফের স্বমহিমায় 'কিং কোহলি'। ৪ ম্যাচে ২২০ রান করে এই মুহূর্তে প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন বিরাট। সঙ্গে রয়েছে তিনটি অর্ধ শতরান। গড় ২২০.০০। স্ট্রাইক রেট ১৪৪.৭৩। সর্বোচ্চ পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রান। সেই ধারাবাহিকতা বজায় রেখে ১৫ বছর পর দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফিরিয়ে আনতে মরিয়া বিরাট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছিলেন। এবার সেই অপমানের জ্বালা সুদে-আসলে মিটিয়ে নিতে চাইছেন বিরাট।