টেস্ট ম্যাচে দিন কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি!

আসলে ক্রিকেটের চাহিদা প্রতিদিনই বাড়ছে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 30, 2019, 04:25 PM IST
টেস্ট ম্যাচে দিন কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি!

নিজস্ব প্রতিবেদন: ঠাসা ক্রীড়াসূচি। তাই টেস্ট ম্যাচে দিন কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি। ২০২৩ সাল থেকে পাঁচের বদলে চার দিনের টেস্ট ম্যাচ হতে চলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার দিনের টেস্ট ম্যাচকে বাধ্যতামূলক করতে চলেছে আইসিসি।

আসলে ক্রিকেটের চাহিদা প্রতিদিনই বাড়ছে। নতুন টুর্নামেন্টের জন্য উইন্ডো, ঘরোয়া টি-টোয়েন্টি লিগের পাশাপাশি বিসিসিআইয়ের ক্রিকেট ক্যালেন্ডারে আলাদা শেয়ারের দাবি-সব মিলিয়ে চলতি ক্রিকেট ক্যালেন্ডারে আইসিসির পক্ষে এতকিছু অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না। তাই টেস্ট ম্যাচকে চারদিনের করার পরিকল্পনা আইসিসির।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ধারনা চারদিনের টেস্ট ম্যাচ হলে বছরে আরও বেশি টেস্ট সিরিজের আয়োজন করা যাবে। এমনিতেও পাঁচদিন ধরে চলে না টেস্ট ম্যাচ। ২০১৮ সাল থেকে হওয়া টেস্ট ম্যাচগুলোর মধ্যে ৬০ শতাংশ ম্যাচই চার দিন কিংবা তার আগেই শেষ হয়ে গিয়েছে।

আরও পড়ুন - 'ক্যামেল' ব্যাট দিয়েই রশিদকে আইপিএল -এ খেলার অনুরোধ হায়দরাবাদের

.