'তুই পারবি', ধোনির সঙ্গে করমর্দন করে কি এটাই বললেন বাংলাদেশের অধিনায়ক!

আগামী ২ জুলাই এজবাস্টনে মুখোমুখি হতে চলেছে ভারত-বাংলাদেশ। 

Updated By: Jun 29, 2019, 09:43 PM IST
'তুই পারবি', ধোনির সঙ্গে করমর্দন করে কি এটাই বললেন বাংলাদেশের অধিনায়ক!

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানকে হারানোর পর বিশ্বকাপে আর এক পড়শির মুখোমুখি হতে চলেছে ভারত। তবে তার আগে লড়াই হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। বার্মিংহামে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া।

বার্মিংহামে একই হোটেলে থাকছে ভারত ও বাংলাদেশ দল। বাংলাদেশ আগেই এসে গিয়েছে হোটেলে। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর ইংল্যান্ডের মহড়া নিতে এসেছে ভারত। দুই দল একই হোটেলে থাকায় সকালে দেখা হল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজার। হাত মেলালেন দুই দেশের ক্রিকেটার।  

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অর্ধ শতরান করলেও সমালোচিত হয়েছে ধোনির ঢিমেতালে ব্যাটিং। অন্যদিকে খানিকটা অফ ফর্মে মাশরাফি। এখনও পর্যন্ত বিশ্বকাপে একটি উইকেট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ভারতের বিরুদ্ধে কি অফ ফর্ম কাটিয়ে উঠতে পারবেন? 

বাংলাদেশ ক্রিকেটের অন্দরমহলের খবর,  অভিভাবকের মতো দলকে আগলে রাখেন মুর্তাজা। তাঁর 'তুই পারবি' ভোকাল টনিক তো রীতিমতো 'ঐতিহাসিক' তকমা পেয়ে গিয়েছে। যদিও মুর্তাজার সমালোচকরা এখন ওই মন্তব্য নিয়েই তাঁকে অফ ফর্মের খোঁটা দিচ্ছেন। এদিনও অনেকেই হাসির ছলে বলেছেন, ধোনিকেও সম্ভবত 'তুই পারবি' বলে থাকতে পারেন বাংলাদেশের অধিনায়ক। যাই হোক ক্রিকেট মাঠের যুদ্ধে হার-জিত তো থাকেই। কিন্তু সৌজন্যে যেন খামতি না হয়। সেটাই বোঝাল এই ছবি।

আগামী ২ জুলাই এজবাস্টনে মুখোমুখি হতে চলেছে ভারত-বাংলাদেশ। এখনও বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার আশা রয়েছে। ভারত ও পাকিস্তানকে হারাতে পারলেই মিলতে পারে সেমিফাইনালের টিকিট। সদ্য এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ। ভারতেও চাপে ফেলেছিল তারা। আশায় বুক বেঁধেছে বাংলাদেশি সমর্থককুল। বিশ্বকাপে ব্যাটে-বলে দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। ফলে ভারত-বাংলাদেশ দ্বৈরথ বেশ জমাটি হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা।

আরও পড়ুন- ধোনির মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনায় বিরাটের স্টেপ আউট       

.