Wasim Akram: 'কেউ পাকিস্তানে খেলতে আসতে না চাইলে আসবে না, 'হুঙ্কার ওয়াসিম আক্রমের
পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান-নিউজিল্যান্ডের।
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ১৮ বছর পর নিউজিল্যান্ড এসেছিল পাকিস্তানে সফরে। তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল দুই দেশের মধ্য়ে। কিন্তু ম্যাচ শুরুর আগের মুহূর্তে পাকিস্তানের সঙ্গে খেলতে অস্বীকার করে কিউয়িরা। নিরাপত্তা সংক্রান্ত কারণে নিউজিল্যান্ড সরে দাঁড়ায়।
নিউজিল্যান্ডের দেখাদেখি ইংল্যান্ডও বাতিল করে পাক সফর। এই ঘটনায় পাকিস্তান ক্রিকেটে আলোড়ন পড়ে গিয়েছে। প্রাক্তন ক্রিকেটাররা কখনও হতাশা ব্যক্ত করেছেন তো কখনও ক্ষোভ উগরে দিয়েছেন। শোয়েব আখতার, ইনজামাম-উল-হক, শাহিদ আফ্রিদির পর এবার ওয়াসিম আক্রমও (Wasim Akram) তাঁর বক্তব্য পেশ করলেন। সেই ভিডিও ক্রিকেট পাকিস্তান আপলোড করেছে।
আরও পড়ুন: IPL 2021: এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে কথা বললেন মহম্মদ শামি
কিংবদন্তি প্রাক্তন পাক পেসার তাঁর দেশের সর্মথকদের উদ্দেশ্যে বলেন, "আমি জানি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করায় আপনারা হতাশ হয়েছেন। বিশেষত নিউজিল্যান্ড। ওরা শেষ মুহূর্তে খেলা বাতিল করেছে। আমিও আপনাদের মতোই হতাশ ও দুঃখিত। কিন্তু জীবন থেমে থাকবে না। আমাদের চেয়ারম্যান রামিজ রাজা যেমনটা বলেছেন, পাকিস্তানকে সমর্থন করুন। টি-২০ বিশ্বকাপের জন্য যে দল বেছে নেওয়া হয়েছে তাদের আবার সমর্থন করুন। সমালোচনা করার পরিস্থিতি তৈরি হলে নিশ্চই করব। আমরাই সমাধান খুঁজে নেব। কিন্তু এখন সবাই এক জোট হয়ে দল বেঁধে ওদের সমর্থন করি। কেউ পাকিস্তানে খেলতে আসতে না চাইলে আসবে না। কিন্তু আমাদের দল টি-২০ বিশ্বকাপে ভাল পারফর্ম করলে গোটা বিশ্ব আমাদের পিছনে ছুটবে খেলার জন্য। আমরা সকলে আছি আপনাদের সঙ্গে।"
পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান-নিউজিল্যান্ডের। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে নিউজিল্যান্ড দল জানিয়ে দেয় যে, তারা মাঠে নামবে না, থাকবে হোটেলেই। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা সরকারের থেকে নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকেই ঝড় উঠে যায়।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)