IND vs ENG, ICC T20 World Cup 2022, 2nd semi final Updates: ভারতকে ১০ উইকেটে উড়িয়ে ফাইনালে ইংল্যান্ড, ১৯৯২ সালের মতোই প্রতিপক্ষ পাকিস্তান
India vs England live cricket score: দীর্ঘ ১৫ বছরের খরা কি কাটবে? ২০০৭ সালের পর এবার ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় টিম ইন্ডিয়া। কাপ যুদ্ধ জিততে আর মাত্র দুই ধাপ দূরে রোহিত শর্মা-বিরাট কোহলি। প্রতিযোগিতার শুরু থেকে রোহিত বলে আসছেন ১৫ বছরের খরা মেটাতে মরিয়া 'মেন ইন ব্লু' ব্রিগেড। প্রথমে ব্যাট করে বারবার চাপের মুখে পড়লেও ৬ উইকেটে ১৬৮ রান তুলে নিল ভারত। তবে রোহিতের বোলাররা জস বাটলার ও অ্যালেক্স হেলসকে আটকে রাখতে পারলেন না। ১০ উইকেটে জিতে ফাইনালে চলে গেল ইংল্যান্ড। এবার মেলবোর্নে সামনে পাকিস্তান।
দাপুটে জয়ে ফাইনালে ইংল্যান্ড
ভারতের ৬ উইকেটে ১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৬ ওভারে বিনা উইকেটে ১৭০ রান তুলে ম্য়াচ জিতে যায় ইংল্যান্ড। ২৪ বল বাকি থাকতে ১০ উইকেটের বড় জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। শামির ওভারে ১৪ রান ওঠে। ১টি চার মারেন হেলস। ১টি ছক্কা হাঁকান বাটলার। হেলস ৪৭ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ৭টি ছক্কা মারেন। বাটলার ৪৯ বলে ৮০ রান করে নট-আউট থাকেন। তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন। শামি ৩ ওভারে ৩৯ রান খরচ করেন। বাকি ভারতের বোলারদের পারফরম্যান্সও খুব খারাপ।
এবারও খরা কাটল না। ১০ উইকেটে হারল ভারত।
ফের একবার আইসিসি ইভেন্ট থেকে খালি হাতে ফিরল ভারত। শামিকে ছক্কা মেরে ইংল্যান্ডকে ফাইনালে তুলে দিলেন অ্যালেক্স হেলস। এবার সাহেবদের সামনে পাকিস্তান।
— ICC (@ICC) November 10, 2022
১৫ ওভারে ইংল্যান্ডের রান ১৫৬। জেতার জন্য দরকার ৩০ বলে মাত্র ১৩ রান।
অ্যালেক্স হেলস ৪৫ বলে ৮১ ও জস বাটলার ৪৫ বলে ৭১ রানে ক্রিজে রয়েছেন।
১৪ ওভারে ইংল্যান্ডের রান ১৫৪। জেতার জন্য দরকার ৩৬ বলে মাত্র ১৫ রান।
অ্যালেক্স হেলস ৪১ বলে ৮০ ও জস বাটলার ৪৩ বলে ৭০ রানে ক্রিজে রয়েছেন।
রান তুলেই চলছে ইংল্যান্ড। ১৩ ওভারে ইংল্যান্ডের রান ১৪০। জেতার জন্য দরকার ৪২ বলে মাত্র ২৯ রান।
অ্যালেক্স হেলস ৪১ বলে ৮০ ও জস বাটলার ৩৭ বলে ৫৬ রানে ক্রিজে রয়েছেন।
১২ ওভারে ইংল্যান্ডের রান ১২৩। জেতার জন্য দরকার ৪৮ বলে ৪৬ রান।
অ্যালেক্স হেলস ৪০ বলে ৭৭ ও জস বাটলার ৩২ বলে ৪২ রানে ক্রিজে রয়েছেন।
১১ ওভারে ইংল্যান্ডের রান ১০৮। জেতার জন্য দরকার ৫৫ বলে ৬১ রান।
অ্যালেক্স হেলস ৩৭ বলে ৬৬ ও জস বাটলার ২৯ বলে ৩৮ রানে ক্রিজে রয়েছেন।
১০ ওভারে ইংল্যান্ডের রান ৯৮। জেতার জন্য দরকার ৬০ বলে ৭১ রান।
অ্যালেক্স হেলস ৩২ বলে ৫৭ ও জস বাটলার ২৮ বলে ৩৭ রানে ক্রিজে রয়েছেন।
নয় ওভারেই ৯১ রানে তুলে নিল ইংল্যান্ড। জেতার জন্য দরকার ৬৬ বলে ৭৮ রান।
অ্যালেক্স হেলস ২৯ বলে ৫১ ও জস বাটলার ২৫ বলে ৩৬ রানে ক্রিজে থেকে দলকে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছেন।
আট ওভারে ইংল্যান্ডের রান ৮৪।
অ্যালেক্স হেলস ২৮ বলে ৫০ ও জস বাটলার ২০ বলে ৩০ রানে ক্রিজে আছেন।
মারমুখী মেজাজে অ্যালেক্স হেলস।
২৮ বলে ৫০ রানে অপরাজিত থেকে ভারতের ঘুম উড়িয়ে দিলেন। মারলেন ১টি চার ও ৫টি ছক্কা।
— ICC (@ICC) November 10, 2022
সাত ওভারে ইংল্যান্ডের রান ৭৫।
অ্যালেক্স হেলস ২৩ বলে ৪২ ও জস বাটলার ১৯ বলে ২৯ রানে ক্রিজে আছেন।
পাওয়ার প্লে ম্যাচের ভাগ্য গড়ে দিল। অ্যালেক্স হেলস ১৯ বলে ৩৩ ও জস বাটলার ১৭ বলে ২৮ রানে ক্রিজে আছেন।
ভারত ৬ ওভারে ১ উইকেটে ৩৮ রান তুলেছিল। সেখানে ছয় ওভারে ইংল্যান্ডের রান ৬৩।
— ICC (@ICC) November 10, 2022
খুব খারাপ বোলিং ভারতের।
৪.৫ ওভারেই ৫১ রান তুলে দিল ইংল্যান্ড। পাঁচ ওভারে ইংল্যান্ডের রান ৫২।
পাওয়ার প্লে কি ম্যাচের ভাগ্য গড়ে দিল? '
ভারত ৬ ওভারে ১ উইকেটে ৩৮ রান তুলেছিল। সেখানে ইংল্যান্ড চার ওভারে তুলে নিল ৪১ রান।
রান আটকানোর জন্য বল হাতে নিলেন অক্ষর প্যাটেল।
চালিয়ে খেলছেন দুই ইংরেজ ওপেনার। চার ওভারে ইংল্যান্ডের রান ৪১। বাটলার ২৪ ও অ্যালেক্স হেলস ১৫ রানে ক্রিজে আছেন।
এবার হাত খুললেন অ্যালেক্স হেলস।
মাত্র দুই ওভারে ২৩ রান দিলেন ভুবি। তিন ওভারে ইংল্যান্ডের রান ৩৩। বাটলার ১৮ ও অ্যালেক্স হেলস ১৩ রানে ক্রিজে আছেন।
ভুবির পর এবার অর্শদীপ সিংকেও বুঝে নিচ্ছেন জস বাটলার।
দুই ওভারে ইংল্যান্ডের রান ২১। বাটলার ১৭ ও অ্যালেক্স হেলস ২ রানে ক্রিজে আছেন।
ভালো শুরু করলেন 'জস দ্য বস' বাটলার।
ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারেই তিনটি চার মারলেন ইংরেজ অধিনায়ক। এক ওভারে ইংল্যান্ডের রান ১৩।
শেষ ওভারে জর্ডনের সঙ্গে লড়াই জমিয়ে দিলেন হার্দিক।
হার্দিকের ৩৩ বলে ৬৩ রানের সৌজন্যে ভারত ৬ উইকেটে ১৬৮ রান তুলেছে। ইংল্যান্ডের জেতার জন্য দরকার ১৬৯।
— ICC (@ICC) November 10, 2022
রান আউট পন্থ।
১৫৮ রানে ৫ উইকেট হারাল টিম ইন্ডিয়া।
স্যাম কারেনকে বুঝে অর্ধ শতরান সেরে নিলেন হার্দিক পান্ডিয়া। মাত্র ২৯ বলে ফিফটি। মারলেন ৩টি চার ও ৪টি ছক্কা।
১৯তম ওভারে এল ২০ রান। ভারত ৪ উইকেটে ১৫৬ রান তুলে নিল।
— BCCI (@BCCI) November 10, 2022
১৮ ওভারে ভারত ৪ উইকেটে ১৩৬ রান তুলেছে।
বড় রানের জন্য এখন ভরসা হার্দিক ও ঋষভ পন্থ।
ফর্মের তুঙ্গে বিরাট কোহলি।
ফের একবার অর্ধ শতরান করে আউট হলেন 'কিং কোহলি'। ১৩৬ রানে ৪ উইকেট হারাল টিম ইন্ডিয়া।
— BCCI (@BCCI) November 10, 2022
ক্রিস জর্ডনকে টার্গেট করলেন হার্দিক।
প্রথম দুই বলে দুটি ছক্কা মারলেন হার্দিক।
বাকি তিন ওভারে কত রান তুলবে টিম ইন্ডিয়া?
বিরাট ও হার্দিকের দিকে তাকিয়ে ভারত।
১৭ ওভারে ভারত ৩ উইকেটে ১২১ রান তুলেছে।
বিরাট ৪৮ ও হার্দিক ২৪ রানে ক্রিজে আছেন।
১৬ ওভারে ভারত ৩ উইকেটে ১১০ রান তুলেছে।
বিরাট ৪৮ ও হার্দিক ১৩ রানে ক্রিজে আছেন।
ফের মাইলস্টোন গড়লেন বিরাট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০০ রান সেরে নিলেন 'কিং কোহলি'।
— BCCI (@BCCI) November 10, 2022
বিরাটের চারে শতরান পূরণ করল ভারত।
১৫ ওভারে ভারত ৩ উইকেটে ১০০ রান তুলেছে। বিরাট ৪৩ ও হার্দিক ৯ রানে ক্রিজে আছেন।
১৪ ওভারে ৩ উইকেট তুলে মাত্র ৯০ রান দিল ইংল্যান্ড।
বিরাট ও হার্দিক কত রান তুলে দলকে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই দেখার।
— ICC (@ICC) November 10, 2022
আদিল রশিদের দাপট
ভারতের বিরুদ্ধে স্পিনার আদিল রশিদের উপর ভরসা রেখেছিলেন জস বাটলার। রশিদ ৪ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট নিয়ে চলে গেলেন। মাঝের ওভারে রান আটকে রাখার কাজটা করে দিলেন রশিদ।
১৩ ওভারে ৩ উইকেট তুলে মাত্র ৮০ রান দিল ইংল্যান্ড।
বিরাট ও হার্দিক ক্রিজে থাকলেও ব্যাকফুটে টিম ইন্ডিয়া।
১২ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৭৭।
বিরাট কোহলি ক্রিজে থাকলেও দারুণ বল করছে ইংল্যান্ড।
মোক্ষম সময় দ্রুত অস্তে গেলেন সূর্য। ৭৫ রানে ৩ উইকেট হারাল টিম ইন্ডিয়া।
আদিল রশিদের বলকে এক্সট্রা কভারের উপর দিয়ে মারতে গেলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ফর্মে থাকা 'স্কাই'।
হাত খুললেন সূর্য।
বেন স্টোকসকে অ্যাটাক করলেন 'স্কাই'। ১১ ওভারে ভারতের রান ২ উইকেটে ৭৪। বিরাট ২৭ ও সূর্য ১৪ রানে ক্রিজে আছেন।
ক্রিজে রয়েছেন বিরাট ও সূর্য।
বাকি ১০ ওভারে ভারত কত রান তুলবে? আলোচনা তুঙ্গে।
— England Cricket (@englandcricket) November 10, 2022
দারুণ বোলিং করছে ইংল্যান্ড।
১০ ওভারে ভারতের রান ২ উইকেটে ৬২।
৯ ওভারে ভারতের রান ২ উইকেটে ৫৭।
ফের বিরাট-সূর্যের দিকে তাকিয়ে টিম ইন্ডিয়া
বড় ধাক্কা। রোহিত আউট। ৫৬ রানে ২ উইকেট হারাল ভারত।
ক্রিস জর্ডনকে মারতে গিয়ে স্যাম কারেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রোহিত (২৭)।
আট ওভারে ভারতের রান ১ উইকেটে ৫১।
ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন বিরাট (২২) ও রোহিত (২৩)।
সপ্তম ওভারে এল ৮ রান। ভারতের রান ৪৬।
রোহিত ২১ ও বিরাট ১৯ রানে ক্রিজে আছেন।
পাওয়ার প্লে-তে মাত্র ১ উইকেটের বিনিময়ে ৩৮ রান দিল ইংল্যান্ড।
রোহিত ২০ ও বিরাট ১২ রানে ক্রিজে আছেন। দুই মহাতারকার দিকে তাকিয়ে টিম ইন্ডিয়া।
— BCCI (@BCCI) November 10, 2022
পাঁচ ওভারে ভারতের রান ১ উইকেটে ৩১।
রোহিত ১৪ ও বিরাট ১১ রানে ক্রিজে আছেন।
চার ওভারে ভারতের রান ১ উইকেটে ২১।
ওকসকে প্রথম বলেই কভারের উপর দিয়ে ছক্কা মারলেন বিরাট।
তৃতীয় ওভারের দারুণ বল করল ইংল্যান্ড।
স্যাম কারেনের ওভারে মাত্র ১ রান পেল টিম ইন্ডিয়া। তিন ওভারে ভারতের রান ১ উইকেটে ১১।
দুই ওভারে ভারতের রান ১০ রানে ১ উইকেট।
ক্রিজে এলেন বিরাট কোহলি। সঙ্গে রোহিত।
— Star Sports (@StarSportsIndia) November 10, 2022
ফের ব্যর্থ কেএল রাহুল।
১.৩ ওভারে ক্রিস ওকসের অফ স্টাম্পের বাইরে যাওয়া বলে অহেতুক মারতে গিয়ে বাটলেরের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কেএল রাহুল। ৯ রানে ১ উইকেট হারাল টিম ইন্ডিয়া।
প্রথম ওভারে ভারতের রান ৬।
কেএল রাহুল ৫ ও রোহিত ১ রানে ক্রিজে আছেন।
চার দিয়ে ভারতের ইনিংসের শুরু।
স্টোকসের প্রথম বলেই চার মারলেন কেএল রাহুল।
বাইশ গজে রোহিত শর্মা ও কেএল রাহুল।
প্রথম ওভার শুরু করবেন বেন স্টোকস।
ইংল্যান্ডের প্রথম একাদশ
জোস বাটলার (অধিনায়ক ও উইকেট কিপার), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডন, ক্রিস ওকস ও আদিল রশিদ।
T20 WC SF2. England XI: A Hales, J Buttler (c)(wk), P Salt, H Brook, L Livingstone, B Stokes, M Ali, S Curran, A Rashid, C Woakes, C Jordan. https://t.co/5t1NQ20L0B #INDvENG #T20WorldCup
— BCCI (@BCCI) November 10, 2022
ভারতের প্রথম একাদশ
কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেট কিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও অর্শদীপ সিং।
T20 WC SF2. India XI: R Sharma (c), K L Rahul, V Kohli, S Yadav, H Pandya, R Pant (wk), A Patel, R Ashwin, A Singh, B Kumar, M Shami. https://t.co/5t1NQ2iUeJ #INDvENG #T20WorldCup
— BCCI (@BCCI) November 10, 2022
জোড়া বদল ইংল্যান্ড দলে।
চোটের জন্য ইংল্যান্ড এই ম্যাচে দলে পাচ্ছে না ডেভিড মালান ও মার্ক উডকে। বদলে মাঠে নামছেন ফিল সল্ট ও ক্রিস জর্ডন।
ঋষভ পন্থের উপর ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট।
ভারতের বড় সিদ্ধান্ত। দীনেশ কার্তিকের বদলে খেলবেন পন্থ।
— BCCI (@BCCI) November 10, 2022
ভারতীয় দলে কোনও বদল নেই।
উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ টিম ইন্ডিয়া।
ব্যাটিং করতে চাইতেন। জানিয়ে দিলেন রোহিত।
প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তোলার লক্ষ্যে টিম ইন্ডিয়া।
টস জিতল ইংল্যান্ড।
টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন জস বাটলার।
টসের জন্য মাঠে রোহিত শর্মা ও জস বাটলার।
নির্দিষ্ট সময় শুরু হবে অ্যাডিলেডে মেগা দ্বিতীয় সেমি ফাইনাল।
ঋষভ পন্থ না দীনেশ কার্তিক?
ম্যাচের আগের দিন কোন উইকেটকিপার প্রথম একাদশে থাকবেন, সেটা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন রোহিত শর্মা। এখন দেখার কার্তিকের জায়গায় পন্থ সুযোগ পান কিনা।
— BCCI (@BCCI) November 10, 2022
খেলা হবে পুরনো পিচে।
অ্যাডিলেড ওভালের বাইশগজ তুলনায় স্লো বোলারদের সাহায্যে করে। তার উপর পুরনো পিচে খেলা হবে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এই পিচেই গত ৪ নভেম্বর অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ খেলা হয়েছিল।
— BCCI (@BCCI) November 10, 2022
পাকিস্তানের বিরুদ্ধে মেগা ফাইনালে কি ভারত?
শুধু উপমহাদেশের ক্রিকেটপ্রেমীরাই নন, বরং গোটা দুনিয়ার ক্রিকেট অনুরাগীই চাইছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই দেখতে। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান ইতিমধ্যেই বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এবার চ্যালেঞ্জ ভারতের সামনে। টিম ইন্ডিয়া কি পারবে সেমিফাইনাবে ইংল্যান্ডের বাধা টপকে যেতে? এবং ১৩ নভেম্বর মেলবোর্নের বাইশ গজে কি 'মাদার অফ অল ব্যাটেল' আয়োজিত হবে?
ইংল্যান্ডের 'রোড টু সেমি ফাইনাল'
১. আফগানিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয়।
২. আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে হার।
৩. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
৪. নিউজিল্যান্ডকে ২০ রানে জয়।
৫. শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেটে জয়।
— BCCI (@BCCI) November 10, 2022
টিম ইন্ডিয়ার 'রোড টু সেমি ফাইনাল'
১. পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেটে জয়।
২. নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৬ রানে জয়।
৩. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটে হার।
৪. বাংলাদেশের বিরুদ্ধে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে জয়।
৫. জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭১ রানে জয়।