Suryakumar Yadav Injury Update: সূর্যকুমারের চোট, কেমন আছেন তিনি?
বোর্ডের মেডিক্যাল টিম সূর্যকুমারকে বিশ্রামের পরামর্শ দিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচের টসের সময় বড় আপডেট দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারত অধিনায়ক জানিয়ে দিলেন যে, সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পিঠে খিচুনি ধরেছে। এই ম্যাচে তাঁর খেলা সম্ভব হচ্ছে না। তাঁর বদলে দলে আসেন ঈশান কিষাণ। একপ্রকার বাধ্য হয়েই বদল আনলেন বিরাট। তিনি বলেন, "বলপূর্বক বদলে আনতে হয়েছে। ওঠার পিঠের নীচের দিকে চোট লেগেছে।" বিসিসিআই ট্যুইট বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে, বোর্ডের মেডিক্যাল টিম সূর্যকুমারকে বিশ্রামের পরামর্শ দিয়েছে।
Suryakumar Yadav complained of back spasms. He has been advised rest by the BCCI Medical Team and has stayed back at the team hotel.#TeamIndia #T20WorldCup #INDvNZ
আরও পড়ুন: IND VS NZ: ভারতের বিরুদ্ধে কি Martin Guptill খেলছেন? ম্যাচের আগে এল বড় আপডেট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে কার্যত 'ডু অর ডাই' ম্যাচে নেমেছে ভারত। রবিবাসরীয় মহারণে মুখোমুখি কোহলি বনাম কেন উইলিয়ামসন (Kane Williamson)। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ। কার্যত টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্যায়ে কোয়ার্টার ফাইনালে বদলে যেতে পারে কোহলি-কেন দ্বৈরথ। সূর্যকুমার মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এখন দেখার ভারত সূর্যকুমারের অভাব বোধ করে কিনা! উত্তর দেবে সময়। অন্যদিকে কোহলি দুই ম্যাচের মধ্যে এই সাতদিনের ব্যবধানকে হাস্যকর বলেই মনে করছেন। তাঁর মতে প্রস্তুতির বিষয়টা ঠিক থাকলেও, মাঠে নামার জন্য খেলোয়াড়াররা মুখিয়ে থাকেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)