IND vs PAK, ICC ODI World Cup 2023: আহমেদাবাদে হোটেল ভাড়া একদিনে ৪০ থেকে ৮০ হাজার! ভারত-পাক মহারণকে ঘিরে উত্তেজনা তুঙ্গে
অক্টোবর মাস জুড়ে আহমেদাবাদের হোটেল ভাড়া ৪০ হাজার থেকে ৮০ হাজার পর্যন্ত হয়ে গিয়েছে। হোটেল মালিকরা মুনাফা করতে চাইছেন সেই মোক্ষম সময়ের জন্য। নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে পাঁচ কিলোমিটার দূরে আশ্রম রোডের তিন থেকে পাঁচ তারা হোটেলের দাম করা হয়েছে একদিনে ৮০ হাজার টাকা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৫ অক্টোবর আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আয়োজিত হবে ভারত বনাম পাক (IND vs PAK) মহারণ। তবে আইসিসি (ICC) সূচি ঘোষণা করার পর থেকেই উত্তেজনা তুঙ্গে। 'মাদার অফ অল ব্যাটল'-এর গনগনে উত্তেজনার আঁচ গ্যালারি থেকে পাওয়ার জন্য সাবরমতী নদীর ধারে গড়ে ওঠা শহরের একাধিক হোটেলের খোঁজ-খবর নেওয়া শুরু হয়ে গিয়েছে। তাও তিন মাস আগে থেকেই হোটেল বুকিংয়ের হিড়িক পরে গিয়েছে। শোনা যাচ্ছে আহমেদাবাদের হোটেলের দাম নাকি ৪০ থেকে ৮০ হাজারে চলে গিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাঁচতারা হোটেলের কর্তা বলেছেন, "ভারত-পাকিস্তানের ম্যাচের ১৩-১৬ অক্টোবরের জন্যে বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। ইতমধ্যেই শহরের সব হোটেলের ঘর শেষের দিকে। ম্যাচের দিনগুলিতে আর হোটেল ঠাসা থাকবে।" এই হোটেলগুলিতে ভিভিআইপিরাও থাকবেন। তাই বাড়তি নিরাপত্তা থাকবে বলে মনে করা হচ্ছে।
অক্টোবর মাস জুড়ে আহমেদাবাদের হোটেল ভাড়া ৪০ হাজার থেকে ৮০ হাজার পর্যন্ত হয়ে গিয়েছে। হোটেল মালিকরা মুনাফা করতে চাইছেন সেই মোক্ষম সময়ের জন্য। নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে পাঁচ কিলোমিটার দূরে আশ্রম রোডের তিন থেকে পাঁচ তারা হোটেলের দাম করা হয়েছে একদিনে ৮০ হাজার টাকা!
শুধু তাই নয়, স্টেডিয়াম থেকে দশ কিমি দূরে প্রাইড প্লাজা হোটেলের ভাড়াও ৫২ হাজার প্রতি রাতে। অনলাইনের মাধ্যমে হোটেল বুকিং করতে গিয়ে মাথায় হাত ক্রিকেটপ্রেমীদের। সবাই প্রায় হোটেল বুকিং করতে চাইছেন তিনদিনের জন্য ১৪-১৬ অক্টোবর। তাতেই একজন ব্যক্তির জন্য দুই লাখের বেশি ভাড়া লেগে যাচ্ছে। বিলাসবহুল হোটেলে যে ঘরগুলি সাধারণ সময়ে ৬,৫০০ থেকে ১০,৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে, সেগুলিরই দাম আকাশ ছুঁয়েছে।
একনজরে দেখে নিন টিম ইন্ডিয়ার ক্রীড়াসূচি
ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই
ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি
ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ
ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে
ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা
ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ
ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা
ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু