Jasprit Bumrah, IND vs SA : আবার কী হল! কেন মাঠে নামলেন না বুমরা? জানালেন রোহিত
Jasprit Bumrah, IND vs SA : গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একদিনের ম্যাচ খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন। সেইজন্য এশিয়া কাপেও খেলতে পারেননি জাতীয় দলের এক নম্বর জোরে বোলার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-টিয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) আগে টিম ইন্ডিয়ার (Team India) জন্য খারাপ খবর। ফের একবার চোটের কবলে পড়লেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টি-টিয়েন্টি ম্যাচ (IND vs SA) শুরু হওয়ার আগে বিসিসিআই-এর (BCCI) তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে। পিঠের চোট আবার মাথাচাড়া দেওয়ার জন্য বুমরাকে মাঠে নামানোর ঝুঁকি নিতে চাননি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একদিনের ম্যাচ খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন। সেইজন্য এশিয়া কাপেও খেলতে পারেননি জাতীয় দলের এক নম্বর জোরে বোলার। তবে চোট সারিয়ে ফিরে এলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত টি-টিয়েন্টি সিরিজে নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি। আর এ বার প্রোটিয়াসদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের আগেই ফের পুরনো জায়গায় চোট পেলেন। ফলে টি-টিয়েন্টি বিশ্বকাপের আগে বুমরার বারবার চোট পাওয়া নিয়ে দল যে চিন্তায় থাকবে সেটা এখন থেকেই লিখে দেওয়া যায়।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
UPDATE
Jasprit Bumrah complained of back pain during India's practice session on Tuesday. The BCCI Medical Team assessed him. He is ruled out of the first #INDvSA T20I.#TeamIndia
— BCCI (@BCCI) September 28, 2022
হায়দরাবাদে অজিদের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টিয়েন্টি ম্যাচে ৪ ওভারে ৫০ রান দিয়েছিলেন। কোনও উইকেট তুলতে পারেননি বুমরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম তাই কি তাঁকে মাঠে নামাল না ভারত? তিরুবনন্তপুরমে ভারতের প্রথম একাদশে বুমরার নাম নেই দেখে এমনটাই মনে হওয়া স্বাভাবিক সমর্থকদের। তবে সেটা সত্যি নয় মোটেও। বুমরার মাঠে না নামার আসর কারণ জানালেন রোহিত নিজে।
আরও পড়ুন: Mohammed Shami, IND vs SA: মুক্তির আনন্দে আবেগি পোস্ট শামির! খুশির আবহাওয়া ভারতীয় দলে
আরও পড়ুন: Durga Puja 2022, Wriddhiman Saha : আমার ছেলেবেলা, আমার দুর্গাপুজো, আমার ক্রিকেট প্যাশন
Toss Update @ImRo45 has won the toss & #TeamIndia have elected to bowl against South Africa in the @mastercardindia #INDvSA T20I.
Follow the match https://t.co/L93S9jMHcv pic.twitter.com/z67H1zqdMy
— BCCI (@BCCI) September 28, 2022
গ্রিনফিল্ডে টস জিতে রোহিত শর্মা জানান বলেন, 'বুমরার হালকা চোট রয়েছে। তাই ও মাঠে নামতে পারছে না। বুমরাহর বদলে দীপক চাহারকে দেখে নেওয়া হবে।' দীপক চাহার বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ড-বাই হিসেবে নাম রয়েছে তাঁর।