পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ হকির ফাইনালে ভারত
নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানের বিরুদ্ধে হকিতে ধারাবাহিকভাবে ভাল খেলছে ভারত। এবারের এশিয়া কাপেই পাকিস্তানকে একবার হারিয়েছিল ভারত। আজ ফের একবার যেন ঝলসে উঠল ভারতীয় হকি দলের খেলোয়াড়দের পারফরম্যান্স। শনিবার ভারতের কাছে পাকিস্তান উড়ে গেল ৪-০ গোলের ব্যবধানে। সেই সঙ্গে এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল ভারতীয় দল। আর ছিটকে গেল পাকিস্তান।
আরও পড়ুন বিগ ব্যাশের ইতিহাসে সবথেকে বড় অঙ্কের চুক্তি করলেন ক্রিস লিন
এদিন, ম্যাচের প্রথমার্ধে খেলার ফল ছিল ০-০। ৩৯ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন সতবীর সিং। ৫১ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান হরমনপ্রীত সিং। পরের মিনিটেই ভারতের পক্ষে ৩-০ করেন ললিত উপাধ্যায়। এবং ৫৭ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন গুরজন্ত সিং। বাংলাদেশে ভারতীয় হকির বিজয় পতাকা ওড়াচ্ছেন সতবীর, হরমনপ্রীত সিং-রা।
আরও পড়ুন রবিবার ওয়াংখেড়েতে মাঠে নামলেই ডাবল সেঞ্চুরি করবেন বিরাট কোহলি