এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ভারতের
টেস্ট সিরিজ জেতার পর এবার একদিনের জিরিজেও কিস্তিমাত। এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিল ভারত। সৌজন্য, যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনি। সিরিজের প্রথম ম্যাচে ৩৫০ রান তাড়া করে ধরে ফেলে কোহলি বাহিনী। আর আজ কটকে দ্বিতীয় ম্যাচেও ১৫ রানে ইংল্যান্ডকে হারাল ভারত।
ওয়েব ডেস্ক : টেস্ট সিরিজ জেতার পর এবার একদিনের জিরিজেও কিস্তিমাত। এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিল ভারত। সৌজন্য, যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনি। সিরিজের প্রথম ম্যাচে ৩৫০ রান তাড়া করে ধরে ফেলে কোহলি বাহিনী। আর আজ কটকে দ্বিতীয় ম্যাচেও ১৫ রানে ইংল্যান্ডকে হারাল ভারত।
আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। গত ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৫০ রানের পাহাড় গড়েও কোহলি ব্রিগেডকে আটকাতে পারেনি তারা। তাই এবার টসে জিতলেও, ভারতকে আগে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক মরগ্যান। শুরুতেই তাদের স্ট্র্যাটিজি কাজ করে যায়। মাত্র ২৫ রানের মধ্যেই বিরাট কোহলি ছাড়াও দুই ওপেনার ব্যাক টু প্যাভেলিয়ন। দলের কঠিন সময় আগেও ত্রাতার ভূমিকায় যে দু'জনকে দেখা গেছিল, আজও সেই জুটিকে দেখল ক্রিকেট বিশ্ব। সেই ত্রাতার ভূমিকাতেই। শুধু ত্রাতাই নয়, ইংল্যান্ড বোলারদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলে গেল যুবরাজ-ধোনি জুটি। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা তুললেন ২৫৬ রান। যুবরাজ সিংয়ের অবদান ১৫০। ১২৭ বলে ২১টি চার ও ৩টি ছয়ের সাহায্যে সাজানো তাঁর ইনিংস।
আরও পড়ুন- ছ'বছর ধরে জমে থাকা একরাশ ক্ষোভ! জবাব দিল যুবরাজের ব্যাট...
অন্যদিকে পিছিয়ে ছিলেন না সদ্য অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো মহেন্দ্র সিং ধোনি। তিনিও এক দিনের খেলায় নিজের ১০ম শতরানটি করেন। প্রথম শতরান ইংল্যান্ডের বিরুদ্ধে। ব্যক্তিগত ১৩৪ রানে আউট হন তিনি। ৫০ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ৩৮১।
জবাবে ব্যাট করতে নেমে জেসন রয়ের ৮২ ও অধিনায়ক মরগ্যানের ১০২ রানে ভর করে ভারতের বিশাল স্কোরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইংল্যান্ড। তাঁদের যোগ্য সঙ্গ দেন জো রুট ৫৪ ও মইন আলি ৫৫ রান করে। কিন্ত, এত চেষ্টার পরও শেষ রক্ষা হল না। অবশেষে ৫০ ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩৬৬।