India vs Hong Kong: রোহিতের বিশ্বরেকর্ড, 'কিং কোহলি'র কামব্যাক, আগুন ঝলসালেন সূর্যকুমার

এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-২০ দল ভারত। প্রতিপক্ষের হংকং আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে ২০ নম্বরে। দেখতে গেলে ডেভিড বনাম গোয়ালিয়থের লড়াই হতে চলেছে। একথা সম্ভবত ভুল প্রমাণিত হবে না। এদিন প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ওভারে তুলল ২ উইকেট হারিয়ে ১৯২ রান। 

Updated By: Sep 1, 2022, 01:30 PM IST
India vs Hong Kong: রোহিতের বিশ্বরেকর্ড, 'কিং কোহলি'র কামব্যাক, আগুন ঝলসালেন সূর্যকুমার
আগুনে ব্যাটিং ভারতের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারত মুখোমুখি হয়েছে হংকংয়ের (India vs Hong Kong, Asia Cup 2022)। বুধবার অর্থাৎ আজ খেলা চলছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium)। নিজাকত খান (Nizakat Khan) এদিন টস জিতে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন রোহিত শর্মাদের (Rohit Sharma)। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-২০ দল ভারত। প্রতিপক্ষের হংকং আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে ২০ নম্বরে। দেখতে গেলে ডেভিড বনাম গোয়ালিয়থের লড়াই হতে চলেছে। একথা সম্ভবত ভুল প্রমাণিত হবে না। এদিন প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ওভারে তুলল ২ উইকেট হারিয়ে ১৯২ রান। 

কেএল রাহুল ও রোহিত শর্মার ব্যাটে ভারত ইনিংস ওপেন করে। ১৩ বলে ২১ রানের ইনিংস খেলেন আউট হয়ে যান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। আয়ূষ শুক্লার বলে আইজাজ খানের বলে ক্যাচ আউট হয়ে যান হিটম্যান। ২টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। এই রানের ইনিংস খেলেই রোহিত বিশ্বরেকর্ড করে ফেলেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে। রোহিত প্রথম ব্যাটার হিসাবে দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ৩৫০০ রান পূর্ণ করেন। এই মুহূর্তে তাঁর রান ৩৫২০। রোহিতের ঠিক পিছনেই রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (৩৪৯৭ রান)। রোহিত ফেরার পর কেএল রাহুল ৩৯ বলে ৩৬ রান করে আউট হয়ে যান। পাকিস্তানের বিরুদ্ধে রাহুল প্রথম বলেই ক্লিন বোল্ড হয়ে গিয়েছিলেন। রানে ফিরলেন রাহুলও। মহম্মদ ঘজনফার বলে উইকেটের পিছনে ধরা পড়ে যান তিনি। 

আরও পড়ুন: India vs Hong Kong: কীভাবে এশিয়া কাপে হংকং? একাধিক ক্রিকেটারের জন্ম পাকিস্তানে! ম্যাচে নজরে যাঁরা

১৩ ওভারে ৯৪ রানে ভারত ২ উইকেট হারায়। এরপরের সাত ওভার ব্যাট হাতে তাণ্ডব দেখান বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। যুগলবন্দিতে ৪২ বলে ৯৮ রান ওঠে স্কোরবোর্ডে। শেষ ৫ ওভারেই চলে আসে ৭৮ রান। হংকংয়ের বোলারদের ক্লাবস্তরে নামিয়ে আনেন তাঁরা। কোহলি ৪৪ বলে ঝকঝকে ৫৯ রানের (দেশের জার্সিতে ৩১ নম্বর টি-২০ অর্ধ-শতরান) অপরাজিত ইনিংস খেলেন। তিনটি ছয় ও একটি চার হাঁকান তিনি। কোহলি বুঝিয়ে দিলেন যে, তিনি ফিরে এসেছেন ফর্মে। আগুন ঝলসাতে প্রস্তুত তিনি। সূর্যকুমার এদিন বিধ্বংসী মেজাজে ব্যাট করলেন। ২৬ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সূর্যকুমার। হাফ ডজন করে চার-ছক্কা হাঁকান তিনি। ২৬১.৫৩-এর স্ট্রাইক রেটে ব্যাট করলেন তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.