কাঁধের চোটে বাইরে ধবন, নিউজিল্যান্ডে ওয়ান ডে দলে পৃথ্বী, টি-২০-তে স্যামসন
নিউজিল্যান্ড ৫টি টি-২০ ও ৩টি একদিনের ম্যাচের দুটি সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন: কাঁধের চোটের জন্য নিউজিল্যান্ডে টিটোয়েন্টি ও একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন শিখর ধবন। ধবনের ছিটকে যাওয়াটা প্রত্যাশিতই ছিল। ঠিক তেমনভাবেই তাঁর জায়গায় ঢুকে পড়লেন পৃথ্বী শ। টেস্টে নিজের যোগ্যতা আগেই প্রমাণ করেছেন মুম্বইকর। এবার সম্ভবত নীল জার্সিতেও অভিষেক হতে চলেছে তাঁর। টিটোয়েন্টিতে ধবনের জায়গায় আরও একবার সুযোগ দেওয়া হল সঞ্জু স্যামসনকে।
নিউজিল্যান্ড ৫টি টি-২০ ও ৩টি একদিনের ম্যাচের দুটি সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। তারপর রয়েছে দু'ম্যাচের টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে স্লিং হাতে দেখা গিয়েছিল ধবনকে। তাঁর পরিবর্ত কে হতে চলেছেন তা নিয়ে চলছিল জল্পনা। নির্বাচকদের কাজটা সহজ করে দিয়েছিলেন পৃথ্বী শ। নিউজিল্য়ান্ডে ইন্ডিয়া এ দলের হয়ে একশো বলে হাঁকিয়েছেন ১৫০। ওই ইনিংসের দাম পেলেন পৃথ্বী। তবে রোহিত শর্মার সঙ্গী হিসেবে নিউজিল্যান্ডেই তাঁকে নামতে দেখা যাবে কিনা, তা নিয়ে রয়েছে প্রশ্ন। কেএল রাহুল তুখোড় ফর্মে। তিনি কিপিংটাও পারেন। পন্থের জায়গায় রাহুলকে খেলাতে পারে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে রাহুল আসবেন মিডল অর্ডারে। ওপেনিংয়ে রোহিত ও পৃথ্বী।
বিরাট কোহলি দিন কয়েক আগেই বলে দিয়েছেন, তাঁর কাজ নেতৃত্ব দিয়ে জয় তুলে আনা নয়। বরং একটা শক্তিশালী দল ভবিষ্যতের নেতার হাতে তুলে দিতে চান। কোহলির কথাতেই স্পষ্ট তরুণ প্রতিভাদের ধাপে ধাপে সুযোগ দেওয়া হবে।
এক নজরে একদিনের দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), পৃথ্বী শ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটকিপার), দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহল, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, সাইনি, ঠাকুর, কেদার যাদব।
NEWS: India’s ODI squad against New Zealand announced: Kohli (C), R. Sharma (VC), P. Shaw, Rahul, Shreyas, M. Pandey, Pant (WK), S. Dube, Kuldeep, Chahal, Jadeja, Bumrah, Shami, Saini, S. Thakur, Kedar
Dhawan ruled out of T20I and ODI series. Details - https://t.co/lw5gZey833 pic.twitter.com/5ATv8QTLLe
— BCCI (@BCCI) January 21, 2020
ওয়ান ডে-তে পন্থের জীবন কঠিন করে তুলেছেন কেএল রাহুল। টিটোয়েন্টিতে ধবনের পরিবর্তে সঞ্জু স্যামসন আসায় আরও চাপ বাড়ল। সঞ্জুও কিপার।
আরও পড়ুন- রাজ্যসভার সাংসদ হওয়ার আবদার, বিজেপি ও শোভনের মাঝে বাধা 'থার্ড পার্সন'