বিদেশে পুরনো রোগে আক্রান্ত হলেন বিরাট কোহলি, বেকায়দায় ভারত

দক্ষিণ আফ্রিকাকে ২৮৬ রানে অলআউট করার পর ভারতের স্কোর ২৮/৩। 

Updated By: Jan 5, 2018, 10:05 PM IST
বিদেশে পুরনো রোগে আক্রান্ত হলেন বিরাট কোহলি, বেকায়দায় ভারত

ওয়েব ডেস্ক: কেপটাউনে প্রথমদিনেই পড়ল ১৩টি উইকেট। ভারতের পেস ব্যাটারির সামনে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ২৮৬ রানে অলআউট প্রোটিয়ারা। ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৮ রান ভারতের। 
 
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট ম্যাচের পয়লা ইনিংসেই ব্যর্থ হলেন বিরাট কোহলি। মর্নি মর্কেলের বলে খোঁচা দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন ভারত অধিনায়ক। মাত্র ৫ রানে আউট হন। বিদেশের ঘাসের পিচে অফ স্টাম্পের বাইরের বলে বিরাটের সমস্যা রয়েছে। ইংল্যান্ড সফরের সময় তা ধরা পড়েছিল। সেই পুরনো রোগেই এদিন তিনি আক্রান্ত হলেন। ভারতের দুই ওপেনার মুরলী বিজয় ও শিখর ধবন ব্যর্থ হয়েছেন এদিন। ভারতের ভরসা বলতে চেতেশ্বর পূজারা। যাঁর চওড়া ব্যাট এই ধরনের পিচে দলকে টানে।

আরও পড়ুন- সফল অধিনায়ক গম্ভীরকে ছেড়ে দিল নাইট রাইডার্স 

ভারতের বোলাররা অবশ্য এদিন কামাল করেছেন। পরপর ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার কোমর ভেঙে দেন ভুবনেশ্বর কুমার। ৭৩.১ ওভারে মাত্র ২৮৬ রানেই প্রথম ইনিংস শেষ দুপ্লেসিসদের। ভারতের হয়ে সর্বচ্চ ৪ উইকেট নেন ভূবনেশ্বর কুমার। অশ্বিনের দখলে ২ উইকেট। তবে ১২ রানে ৩ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ার পর দলকে টানেন অধিনায়ক দুপ্লেসি ও ডেভিলিয়ার্স। দুজনে জুটিতে ১১৪ রান যোগ করেন। 

   

.