India vs South Africa: শুরুতে 'ঐতিহাসিক' লজ্জা! সূর্যর রেকর্ডে, রিঙ্কুর দাপটে ভারত তুলল ১৮০
India vs South Africa Live Score 2nd T20: বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-২০ ম্য়াচে দাপট দেখালেন সূর্যকুমার ও রিঙ্কু সিং। ২০ ওভারের খেলা হয়ে গেল ১৫ ওভারের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে ৪-১ উড়িয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের শেষ করার এক সপ্তাহের মধ্য়ে সূর্যকুমার যাদবরা (Surya Kumar Yadav) মাঠে নেমে পড়েছেন। প্রতিপক্ষ এবার দক্ষিণ আফ্রিকা। ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে (India Squad For South Africa Tour) এবার। শুরুটা টি-২০ সিরিজ দিয়ে। গত রবিবার ডারবানের কিংসমিডে বৃষ্টির জন্য় প্রথম টি ২০ ম্য়াচ পরিত্যক্ত হয়ে যায়। মঙ্গলবার অর্থাৎ আজ কাবেখার (সাবেক পোর্ট এলিজাবেথ) সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টি-২০ ম্য়াচে মুখোমুখি হয়েছে দুই দল।
টস জিতে আইদেন মারক্রম ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ছিলেন সূর্যদের। প্রথমে ব্য়াট করে ভারত তুলল ১৯.৩ ওভারে ১৮০/৭।
আরও পড়ুন: Cristiano Ronaldo: এক বছরে ৫০ গোল! এই নিয়ে আটবার, রেকর্ড কি রোনাল্ডোরই?
Innings Break!
December 12, 2023
ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। খাতা না খুলেই দুই ওপেনার ফিরে যান ডাগআউটে। ছয় রানের মধ্য়ে চলে যায় ভারতের প্রথম দুই উইকেট। সাত বছর পর টি ২০ আইতে ভারতের ওপেনাররা শূন্য রানে ফিরলেন। শেষবার ২০১৬ সালে এই ঘটনার সাক্ষী ছিল এশিয়া কাপ। পাকিস্তানের বিরুদ্ধে ওপেন করেছিলেন রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে। মহম্মদ আমিরের বলে তাঁরা ফিরে যান। এদিন যশস্বী মার্কো জানসেনের শিকার হন। শুভমনকে ফেরান লিজাড উইলিয়ামস।
তিনে নেমে তিলক বর্মা ২০ বলে ঝোড়ো ২৯ রানের ইনিংস খেলে ফিরে যান। ছয় ওভারের মধ্য়ে ৫৫ রানে চলে যায় ভারতের তিন উইকেট। এরপর ডিজাস্টার ম্য়ানেজমেন্টের কাজটা করেন সূর্যকুমার ও রিঙ্কু সিং। ৪৮ বলে তাঁরা ৭০ রান যোগ করেন স্কোরবোর্ডে। অধিনায়ক সূর্য ৩৬ বলে ৫৬ রান করে আউট হয়ে যান। পাঁচটি চার ও তিনটি ছয় মারেন সূর্য। দক্ষিণ আফ্রিকার বোলারদের শাসন করে তাঁর ব্য়াট।
সূর্য এদিন বিরাট কোহলির সঙ্গে যুগ্মভাবে দ্রুততম ভারতীয় হিসেবে টি২০আইতে ২০০০ রান করলেন। বিরাটের মতো সূর্যরও লাগল ৫৬ ইনিংস। ২০১৮ সালে কোহলি এই কীর্তি স্থাপন করেছিলেন ম্য়াঞ্চেস্টারের ওল্ড ট্র্য়াফোর্ডে ইংল্য়ান্ডের বিরুদ্ধে। সূর্য দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে দেশের জার্সিতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দু'হাজারি হলেন। পাকিস্তানের বাবর আজম ও মহম্মদ রিজওয়ান এখনও টি২০আইতে দ্রুততম ২০০০ রানের মালিক। তাঁরা ৫২ ইনিংসে এই রেকর্ড করেছিলেন। সূর্য এদিন চতুর্থ ভারতীয় ব্য়াটার হিসেবে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ২০০০ রান করলেন। তিনি বিরাট, রোহিত ও কেএল রাহুলের ক্লাবে নাম লেখালেন। সূর্য এদিন প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে রামধনু দেশে টি২০আইতে ফিফটি করলেন।
রিঙ্কু ৩৯ বলে ৬৮ রানে অপরাজিত থাকলেন, পেস-বাউন্সের উইকেটেও রিঙ্কুর দাপট ছিল দেখার মতো। আন্তর্জাতিক টি২০ ম্য়াচে রিঙ্কু প্রথম ফিফটির স্বাদ পেলেন। এখনও পর্যন্ত কুড়ি ওভারের ফরম্য়াটে দেশের জার্সিতে সর্বাধিক রানের ইনিংস খেললেন নাইট যোদ্ধা। মারলেন ৯টি চার ও ২টি ছয়। এদিন ১৯.৩ ওভারে বৃষ্টির জন্য় খেলা থামে। প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। ভারতের ইনিংস আর নতুন করে শুরু হয়নি। সাত উইকেটে ১৮০ রানে ভারত থেমেছিল। সাতে নেমে রবীন্দ্র জাদেজা অপরাজিত ছিলেন ১৪ রানে। মাঝে জিতেশ শর্মা (১) ও অর্শদীপ সিং (০) আসেন ও ফিরে যান। বৃষ্টির জন্য় খেলা ১৫ ওভারের হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার জয়ের টার্গেট এখন ১৫২।
আরও পড়ুন: WATCH: কানে বজরংবলীর গান সর্বক্ষণ, বাঁদরের কামড়েই বিরাট বদল! রিঙ্কু শোনালেন অজানা গল্প
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)