বুমরাহ-চাহলের বোলিংয়ের দাপটে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রবল চাপে শ্রীলঙ্কা

Updated By: Aug 24, 2017, 06:54 PM IST
বুমরাহ-চাহলের বোলিংয়ের দাপটে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রবল চাপে শ্রীলঙ্কা

ওয়েব ডেস্ক: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে টসে হেরে ব্যাট  করতে নেমে  ২৩৬ রানে থামল শ্রীলঙ্কা।

ডিকওয়েলা ও গুণতিলকা ওপেন করতে নেমে ভালোই শুরু করেছিলেন। সাত ওভার প‌র্যন্ত দুজনে দলের স্কোর নিয়ে ‌যান ৪১ রানে। কিন্তু ৭.৪ ওভারের মাথায় বুমরাহর বলে ৩১ রানে পড়ে ‌যান ডিকওয়েলা। এরপর ১৪.১ ওভারের মাথায় ১৯ রানে পড়ে ‌যান গুণতিলকা। দলের রান তখন ৭০।

ওপেনিং জুটি ভেঙে ‌যাওয়ার পর স্বভাবতই চাপে পড়ে ‌যায় শ্রীলঙ্কা। ১৫.৬ ওভারের মাথায় ৯ রানে পড়ে ‌যান থরঙ্গা। ১৯ রান করে ফিরে ‌যান মেন্ডিস। দলের রান গিয়ে দাঁড়ায় ৯৯-এ।

একশো পার করে কিছুক্ষণ থিতু হয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। কিন্তু আঘাত আসে দলের ১২১ রানের মাথায়। অক্ষর প্যটেলের বলে আউট হয়ে ‌যান ম্যাথু(২০)। ৪৪.৬ ওভারের মাথায় পড়ে ‌যান সিরিওদানা। বুমরাহর বলে তিনি ৫৮ রানে আউট হয়ে ‌যান। দলের স্কোর তখন ৬ উইকেটে ২১২।

শ্রীলঙ্কার ৪৬.৬ ওভারের মাথায় পড়ে ‌যান কুপেগেড়া(৪০)। তাঁকেও তুলে নেন বুমরাহ। দলের ৪৮.২ ওভারের মাথায় ফিরে ‌যান ধনঞ্জয়(৯)। শ্রীলঙ্কার স্কোর গিয়ে দাঁড়ায় ৮ উইকেটে ২৮০। শেষপ‌র্যন্ত ৫০ ওভারের শ্রীলঙ্কার ইনিংস দিয়ে থামে ২৩৬ রানে। চাহল ৪৩ রানে ২ উইকেট ও বুমাহ ৪৩ রানে ৪ উইকেট তুলে নেন।

আরও পড়ুন-ধোনির জন্যই নাকি সর্বস্বান্ত এই ব্যক্তি!

 

.