আরও একটা শতরান, পর পর রেকর্ড ভাঙলেন কিং কোহলি

আরও একটা শতরান এল বিরাটের ব্যাটে। ঘরের মাঠে নিজের টেস্ট কেরিয়ারে দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন ভারত অধিনায়ক।  

Updated By: Dec 2, 2017, 05:51 PM IST
আরও একটা শতরান, পর পর রেকর্ড ভাঙলেন কিং কোহলি

নিজস্ব প্রতিবেদন: আরও একটা শতরান এল বিরাট কোহলির ব্যাটে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টেস্টেই শতরান হাঁকালেন ভারতের রান মেশিন। ইডেন, নাগপুরের পর দিল্লিতেও 'বিরাট' স্কোর কোহলির। শনিবার ঘরের মাঠে সাদা জার্সিতে একদিনের ক্রিকেটের গতিতে টেস্টে ২০তম শতরান করলেন কিং কোহলি। মাত্র ১১০টি বল খেলে সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে। টেস্টে এটাই বিরাটের ব্যক্তিগত দ্রুততম শতরান। অধিনায়কের সঙ্গে শতরান করলেন মুরলি বিজয়। মুরলির কেরিয়ারে এটি ১১তম সেঞ্চুরি। টেস্টে ভারতীয় ওপেনারদের সেঞ্চুরির তালিকায় তৃতীয়স্থানে এই ডানহাতি। তাঁর আগে সুনীল গাভাসকর (৩৩) ও বীরেন্দ্র সহবাগ (২২)।   

তৃতীয় টেস্টে প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। তবে শুরুতেই শিখর ধবন ও চেতেশ্বর পূজারার উইকেট হারায় টিম ইন্ডিয়া। দলের হাল ধরেন বিরাট কোহলি ও মুরলি বিজয়। অন্য দিকে একদিনের ক্রিকেটের মেজাজে রান তুলতে থাকেন কোহলি। ওভারপিছু সাড়ে চারের ওপর গড় রেখে রান উঠতে থাকে। চা বিরতির আগে ভারতের খাতায় উঠে যায় ২৪৫।

আরও পড়ুন- ব্র্যাডম্যানকে ছাপিয়ে নতুন ডন বিরাট

শতরান যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট কোহলি। পর পর তিনটে টেস্টে সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে। অধিনায়ক হিসেবে এটাও একটা রেকর্ড। এর আগে গোটা বিশ্বে এমন কৃতিত্ব অর্জন করতে পারেননি কোনও অধিনায়ক। শনিবার ১০৫টি ইনিংসে টেস্টে পাঁচ হাজার রান পূর্ণ করেন বিরাট। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৬,০০০ রানও পূর্ণ করেন ভারতীয় অধিনায়ক। এই কীর্তি গড়তে ৩৫০ ইনিংস নিলেন বিরাট। দক্ষিণ আফ্রিকার হাসিম আমলার লেগেছিল ৩৬৩টি ইনিংস। 

আরও পড়ুন- ব্র্যাডম্যান, গাভাসকার, সচিন, সৌরভ থেকে পন্টিং- কারও রেকর্ড আস্ত থাকল না

.