ঋষভের হাতে 'ডেবিউ ক্যাপ' তুলে দিলেন মাহি!
ধোনির মন্থর ব্যাটিং নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু নির্বাচকরা ২০১৯ বিশ্বকাপে ধোনিকে তাঁদের চিন্তা ভাবনায় রেখেছেন।
নিজস্ব প্রতিবেদন : রবিবার গুয়াহাটিতে একদিনের ক্রিকেটে অভিষেক হল ঋষভ পন্থের। উইকেটকিপার হিসেবে নয়, ব্যাটসম্যান হিসেবেই ঋষভকে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দলে নেওয়া হয়েছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রতম একদিনের ম্যাচে উইকেটের পিছনে গ্লাভস হাতে রয়েছেন অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি।
রবিবার ম্যাচ শুরুর আগে ঋষভের হাতে ওডিআই ক্যাপ তুলে দিলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। আর তারপরেই ক্রিকেটমহলে শুরু হয়ে গিয়েছে জল্পনা। অনেকেই বলছেন উত্তরসূরির হাতেই ব্যাটন তুলে দিলেন স্বয়ং ধোনি। অনেকের মতেই, ধোনির পর একদিনের ক্রিকেটে উইকেটকিপারের দায়িত্ব সামলাবেন ঋষভ। টেস্টে ঋষভের ব্যাটিং দক্ষতা দেখেই নির্বাচকরাও আগামী বছরে বিশ্বকাপের জন্য ঋষভকে দেখে নিতে চাইছেন। সেইসঙ্গে ব্যাকআপ উইকেটকিপার হিসেবেও তৈরি রাখছেন পন্থকে। কারণ দলের প্রথম উইকেট কিপার হিসেবে থাকছেন ধোনিই।
Proud moment for @RishabPant777 as he receives his ODI cap from @msdhoni #INDvWI pic.twitter.com/NPb26PJY0B
— BCCI (@BCCI) October 21, 2018
এশিয়া কাপে মিডল অর্ডারে ভারতীয় ব্যাটিং বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। বিশেষ করে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু নির্বাচকরা ২০১৯ বিশ্বকাপে ধোনিকে তাঁদের চিন্তা ভাবনায় রেখেছেন। তাই ধোনির পাশাপাশি, ঋষভকেও তৈরি রাখতে চাইছেন। রবিবার গুয়াহাটির ছবিটা তাই প্রতীকী হয়ে থাকল বলে মত, বিশেষজ্ঞমহলের একাংশের। উত্তরসূরির হাতেই যেন ব্যাটন তুলে দিলেন এমএসডি।