India vs Zimbabwe: হারারেতে মধুরেণ সমাপয়েৎ! জিম্বাবোয়েকে প্রত্যাশিত হোয়াইটওয়াশ ভারতের

ভারত প্রত্যাশিত ভাবেই জিম্বাবোয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশ করল। কেএল রাহুলের টিম ৩-০ সিরিজ জিতল রেগিস চাকাভাদের বিরুদ্ধে।

Updated By: Aug 23, 2022, 12:52 PM IST
India vs Zimbabwe: হারারেতে মধুরেণ সমাপয়েৎ! জিম্বাবোয়েকে প্রত্যাশিত হোয়াইটওয়াশ ভারতের
অবলীলায় ভারত হোয়াইটওয়াশ করল জিম্বাবোয়েকে

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা দল ১৩ নম্বর দলের বিরুদ্ধে খেললে যা হয়, ঠিক সেটাই ঘটল। ভারত প্রত্যাশিত ভাবেই জিম্বাবোয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশ করল। কেএল রাহুলের টিম ৩-০ সিরিজ জিতল রেগিস চাকাভাদের বিরুদ্ধে। সোমবার হারারে স্পোর্টস ক্লাবে ভারত প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলেছিল। জবাবে জিম্বাবোয়ে অলআউট হয়ে যায় ২৭৬ রানে। ১৩ রানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। এর আগে ভারত প্রথম দু'টি ওয়ানডে জিতেই সিরিজ পকেটে পুরে ফেলেছিল। এদিন রাহুলরা নেমেছিলেন জিম্বাবোয়েকে চুনকাম করার জন্য। যদিও শেষ ম্যাচ জিতে আত্মসম্মান রক্ষার আপ্রাণ লড়াই করেছিল জিম্বাবোয়ে। কিন্তু শেষ পর্যন্ত মুখরক্ষা হয়নি আয়োজক দেশের।

আরও পড়ুন: Shubman Gill: সচিনের রেকর্ড ভেঙে একদিনের আন্তর্জাতিক ম্যাচে জীবনের প্রথম সেঞ্চুরি গিলের!

এদিন শিখর ধাওয়ান ও কেএল রাহুল ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন। ৪৬ বলে ৩০ রানের ইনিংস খেলে ক্যাপ্টেন আউট হয়ে যান। রাহুল ফেরার পর তাঁর ডেপুটি ধাওয়ান ফেরেন ৬৮ বলে ৪০ রান করে। তিনে নামা শুভমান গিল ও চারে ব্যাট করতে আসা ঈশান কিশান ১২৭ বলে ১৪০ রান যোগ করেন স্কোরবোর্ডে। ৬১ বলে ৫০ রানের দারুণ ইনিংস খেলে ঈশান রান আউট হয়ে যান। এরপর হারারে দেখে গিল শো। ৯৭ বলে ১৩০ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৫টি চার ও ১টি ছয়ের সৌজন্যে গিল ১৩৪.০২-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এদিন গিল কেরিয়ারের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরিরও স্বাদ পেয়েছেন। ৪৩ ওভারে ঈশান কিশান রান আউট হয়ে যাওয়ার পর গিল একাই বুঝে নেন জিম্বাবোয়ের বোলারদের। গিলের শট নির্বাচন ও পেস সহায়াক পিচে অসাধারণ ব্যাটিং দেখে থ বাইশ গজ। গিলের হাত শক্ত করতে এসে দীপক হুডা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুররা কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। জিম্বাবোয়ের হয়ে ব্র্যাড ইভান্স একাই তুলে নেন পাঁচ উইকেট। ১০ ওভার বল করে তিনি দিয়েছেন ৫৪ রান।

আরও পড়ুন: Deepak Chahar Mankads: সতর্ক করে ছেড়ে দিলেন চাহার! ব্যাটার করলেন না রানআউট! হৃদয় জিতলেন ফ্যানদের

ভারতের রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে ১২০ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল। তবে পাঁচে ব্যাট করতে নেমে সিকন্দর রাজা ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে ছিলেন। ৪৯ ওভার পর্যন্ত তিনি লড়াই জারি রেখেছিলেন। ৯৫ বলে লড়াকু ১১৫ রানের ইনিংস খেলে দলের বৈতরণী পার করার আপ্রাণ চেষ্টাও করেছিলেন। কিন্তু শার্দূল ঠাকুরের বলে শুভমান গিলের হাতে ধরা পড়ে যান তিনি। সিকন্দর ফিরতেই জিম্বাবোয়ের জেতার আশাও শেষ হয়ে যায়। শেষ এক ওভারে ১৫ রান করার চাপ আর নিতে পারেনি জিম্বাবোয়ে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

 

.