IND vs ENG 4rd T20I: স্পিনারদের দাপটে ধরাশায়ী ইল্যাংন্ড! ১ ম্যাচ হাতে রেখে সিরিজ ভারতের...

IND vs ENG 4rd T20I:  সিরিজের শেষ ম্যাচ এখন নিয়মরক্ষার।

Updated By: Jan 31, 2025, 11:22 PM IST
IND vs ENG 4rd T20I: স্পিনারদের দাপটে ধরাশায়ী ইল্যাংন্ড! ১ ম্যাচ হাতে রেখে সিরিজ ভারতের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখনও ১ ম্যাচ বাকি। চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে কার্যত উড়িয়ে দিয়ে সিরিজ পকেটে পুরে ফেলল ভারত। ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিলেন সূর্যকুমাররা। ৩ উইকেট রবি বিষ্ণোই ও হর্ষিতের। ২টি শিকার করলেন বরুণ চক্রবর্তী। হাফসেঞ্চুরি শিবম-হার্দিকের।

আরও পড়ুন:  EXPLAINED | Cristiano Ronaldo: রোনাল্ডোওওওওওও...ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে লিখলেন ইতিহাস, অবিশ্বাস্য বললেও কম

পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেছিল ভারতই। কিন্তু তৃতীয় ম্যাচে হেরে যান সুর্যকুমাররা। আজ, পুণে চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল দু'দেশ। এদিন প্রথমই টসে হারেন অধিনায়ক সূর্যকুমার। ফলে ফিল্ডিং নয়, ভারতকেই প্রথম ব্যাট করতে হয়। কিন্তু  ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন  সঞ্জু স্যামসন। রান পাননি সূর্য  ও তিলকও। ফলে একসময়ে ৭৯ রানে ৫ উইকেট  হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। 

পাল্টা আক্রমণের রাস্তা নেন  হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে। ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রিঙ্কু সিং।  ৯ উইকেট হারিয়ে ১৮১ রানে শেষ হয় ভারতের ইনিংস। জবাবে শুরুটা একেবারে খারাপ করেনি ইংল্যান্ডও। ওপেনিং জুটিতেই  ৬২ রান তুলে নেয় তারা। কিন্তু মোক্ষম সময়েই ফর্মে ফিরলেন রবি বিষ্ণোই। ডাকেট ও বাটলারকে দ্রুত ফিরিয়ে দেন তিনি। যোগ্য সঙ্গ দিয়ে সল্টের উইকেট ছিটকে দেন অক্ষর প্যাটেল। আহত শিবম দুবের জায়গায় নামেন হর্ষিত রানা। আর এদিনই টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হল তাঁর। ভারতের স্পিনারদের দাপটেই ১৬৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

আরও পড়ুন: WATCH | Virat Kohli: মাত্র ৬ রানে ক্লিন বোল্ড! বোর্ডের কড়া দাওয়াই কাজে এল না, রাজা সেই ফকিরই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.