India vs Australia: পারথ পকেটে পুরে কামিন্সের অস্ট্রেলিয়াকে দাদাগিরি দেখাল বুমরার দুর্ধর্ষ ভারত

India vs Australia 1st Test: যা হওয়ার ছিল ঠিক সেটাই হল, হেসেখেলে পারথ টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল...

Updated By: Nov 25, 2024, 01:27 PM IST
India vs Australia: পারথ পকেটে পুরে কামিন্সের অস্ট্রেলিয়াকে দাদাগিরি দেখাল বুমরার দুর্ধর্ষ ভারত
ছবিই যা বলার বলে দিচ্ছে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃতীয় দিনের তৃতীয় সেশনেই অস্ট্রেলিয়ার খেল খতম করে দিল ভারত, যা হওয়ার ছিল ঠিক সেটাই হল, হাতে পুরো দু'দিন রেখেই পারথ পকেটে পুরে ফেলল জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) দুর্ধর্ষ ভারত। সোমবার অপটাস স্টেডিয়ামে, ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, চলতি বর্ডার-গাভাসকর (BGT 2024) ট্রফির প্রথম টেস্ট হেসেখেলে জিতে নিল। এর সঙ্গেই সিরিজে ১-০ এগিয়ে গেল। অজিদের পারথ জয়ের টার্গেট ছিল ৫২২ রান! বুমরাদের প্রয়োজন ছিল ৭ শিকারের। অস্ট্রেলিয়ার অতি বড় সমর্থকও এই টেস্ট জয়ের স্বপ্ন দেখেননি, অন্য়দিকে ভারতের কাছে এই জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। এদিন চা-পান করে এসেই সেটা করে ফেললেন বুমরারা।

আরও পড়ুন: নীতা মুখ ফেরাতেই 'অবাধ‍্য'কে আপন কাব্যর! ১১.২৫ কোটিতে কমলা শিবিরে 'পকেট ডায়নামো'

নিঃসন্দেহে অলরাউন্ড পারফরম্য়ান্সেই ভারত পারথ টেস্ট জিতল, তবে একজনের কথা আলাদা করে বলতেই হবে। তিনি  বুমরা। খাদের কিনারা থেকে তিনি দলকে তুলে এনেছিলেন জয়ের রাস্তায়। রোহিত শর্মার অবর্তমানে তাঁর অধিনায়কত্ব একেবারে একশোতে একশো। ৮ উইকেট তুলে নিয়ে ফের একবার বুমরা বুঝিয়ে দিয়েছেন যে, তাঁর কাছে পিচ কোনও ফ্যাক্টর নয়, বিশ্বের যে কোনও প্রান্তেই তিনি বুম..বুম...পারফরম্য়ান্স করতে পারেন।

আরও পড়ুন: শুধু নামেই নন, তিনি কাজেও যশস্বী, ভেঙে তছনছ রেকর্ডের পর রেকর্ড...

প্রথম ইনিংসে ভারত মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল। চরম ব্য়াটিং ভরাডুবিতে একমাত্র উজ্জ্বল ছিলেন ঋষভ পন্থ (৩৭) ও নীতীশ কুমার রেড্ডি (৪১)। জোশ হ্য়াজেলউড একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। দুই উইকেট করে নেন মিচেল স্টার্ক, প্য়াট কামিন্স ও মিচেল মার্শ। ভারত যে এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে, সেই বিশ্বাস বুমরাই দলকে দিয়েছেন। একাই অস্ট্রেলিয়ার শিরদাঁড়া ভেঙে দেন তিনি। পাঁচ উইকেট তুলে খেলা ঘুরিয়ে দেন। ১০৪ রানে শেষ হয়ে যায় কামিন্স বাহিনী। অস্ট্রেলিয়ার সর্বাধিক স্কোরার ছিলেন স্টার্ক। ১১২ বল খেলে তিনি ২৬ রান যোগ করেছিলেন স্কোরবোর্ডে। হর্ষিত তুলে নেন তিন উইকেট। দুই উইকেট পান মহম্মদ সিরাজ। 

(সবিস্তারে আসছে...)

 

.