প্রত্যাশা মতোই মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারত

Updated By: Oct 22, 2017, 06:48 PM IST
প্রত্যাশা মতোই মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারত

নিজস্ব প্রতিবেদন : না, কোনও অঘটন নয়। প্রত্যাশা মতোই ঢাকায় এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। গোটা প্রতিযোগিতার মতোই ফাইনালেও দাপট দেখালেন ভারতীয় হকি দলের খেলোয়াড়রা। মালয়েশিয়া উড়ে গেল ২-১ ব্যবধানে। রবিবার ফাইনাল ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় ভারত। ম্যাচের তিন মিনিটেই এসভি সুনীলের থেকে বল পেয়ে দুর্দান্ত গোল করে ভারতকে এগিয়ে দেন রমনদীপ সিং। ম্যাচের ২৯ মিনিটের মাথায় ভারতের হয়ে ব্যবধান বাড়ান ললিত উপাধ্যায়।

আরও পড়ুন নিজের ডাবল সেঞ্চুরির ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি করলেন বিরাট

ম্যাচের ৫০ মিনিটে অবশ্য একটি গোল শোধ করে মালয়েশিয়া। তাদের হয়ে গোল করেন শাহিরি সাবা। প্রসঙ্গত, এবারের এশিয়া কাপে চিরপ্রতিপক্ষ পাকিস্তানকে দু'-দু'বার হারিয়েছে ভারত। একবার ৩-১ গোলের ব্যবধানে। পরেরবার ব্যবধান ৪-০। মালয়েশিয়াকেও ভারত এর আগে হারিয়েছিল ৬-২ গোলের ব্যবধানে। প্রসঙ্গত, কোনও ম্যাচ না হেরেই এবারের এশিয়া কাপ জিতল ভারতীয় দল। এই নিয়ে তৃতীয়বার এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হল ভারত।

আরও পড়ুন  মুম্বইতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮০ তুলল ভারত

.