গোলা বর্ষণের সামনে বিরাট, ধাওয়ান, রাহুল, রোহিত, রাহানেরা!
রবির আসল উদ্দেশ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে দলের ব্যাটিং ও লাইন আপকে দেখে নেওয়া। কার ধার বেশি সেদিকেই চোখ রইল রবি শাস্ত্রীর।
নিজস্ব প্রতিবেদন: কেপটাউনে বিরাটদের বিশেষ প্রস্তুতি। পেসারদের বিরুদ্ধে ব্যাটসম্যানদের লড়াই।
Bowlers vs Batsmen. What a contest it turned out to be here this afternoon at Cape Town. @MdShami11 @Jaspritbumrah93 @hardikpandya7 Avesh Khan and Ankit Rajpoot snaring pace! What a sight! #TeamIndia pic.twitter.com/cE4GWt3skr
— BCCI (@BCCI) December 31, 2017
আরও পড়ুন- অ্যাসেজে মুখ পুড়ল অস্ট্রেলিয়ার
Nice little rhythm the bowlers are getting into at the moment #TeamIndia #SAvIND pic.twitter.com/QNVz9v6cP3
— BCCI (@BCCI) January 2, 2018
মিশন কেপটাউন। ডেইল স্টেইনদের পেসের মোকাবিলার প্রস্তুতি শুরু বিরাটদের। সবুজ পিচ হচ্ছে কি হচ্ছে না, তা ভেবে কাজ নেই। তাই কোচ রবি শাস্ত্রী বিরাটদের দিকে লেলিয়ে দিলেন সামি, বুমরা, হার্দিকদের। সঙ্গে জুড়ে দিলেন আবেশ খান, অঙ্কিত রাজপুতদের। নেটে একদিকে ব্যাট করছেন বিরাট, ধাওয়ান, রাহুল, রোহিত, রাহানেরা। অন্যদিক থেকে পেসের গোলা বর্ষণ করছেন সামিরা। রবির আসল উদ্দেশ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে দলের ব্যাটিং ও লাইন আপকে দেখে নেওয়া। কার ধার বেশি সেদিকেই চোখ রইল রবি শাস্ত্রীর। অনুশীলন শেষে অনেকটাই স্বস্তিতে দেখা গেল রবিকে। তার মানে স্টেইনগানের সামনে বুক চিতিয়ে লড়াইয়ে প্রস্তুত কোহলি ব্রিগেড।
আরও পড়ুন- বিরাটের দলের কোচ হচ্ছেন আশিস, ব্যাটিং মেন্টরের দায়িত্বে গ্যারি