EXPLAINED | Manoj Tiwary: পাঁচদিনেই ইউ-টার্ন! অবসর ভাঙলেন মনোজ, কেন নিয়েছিলেন সন্ন্যাসের সিদ্ধান্ত?

Indian Cricketer Manoj Tiwary Reverse Retirement Decission: আচমকাই মনোজ তিওয়ারির অসবরের সিদ্ধান্তে অনেকে চমকে গিয়েছিলেন! কিন্তু বাংলার ক্রিকেটপ্রেমীদের সুখবর শুনিয়ে অবসরের সিদ্ধান্ত ভাঙলেন ক্যাপ্টেন।

Updated By: Aug 8, 2023, 11:30 PM IST
EXPLAINED | Manoj Tiwary: পাঁচদিনেই ইউ-টার্ন! অবসর ভাঙলেন মনোজ, কেন নিয়েছিলেন সন্ন্যাসের সিদ্ধান্ত?
সাংবাদিক বৈঠকে মনোজ-স্নেহাশিস। ছবি সৌজন্যে-সিএবি

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ৩ অগস্ট, দুপুর ১২টা ২৫ মিনিট, সকলকে চমকে দিয়েছিলেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। সোশ্যাল মিডিয়ায় লম্বা বিবৃতি দিয়ে, তিনি জানিয়ে ছিলেন যে, আর কোনও ধরনেরই ক্রিকেট খেলবেন না। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও হাওড়া শিবপুরের তৃণমূল বিধায়কের এই সিদ্ধান্তে থ হয়ে গিয়েছিলেন বাংলার ক্রীড়াপ্রেমীরা। গত মরসুমে রঞ্জিতে বাংলাকে ফাইনালে তুলেছিলেন মনোজ। বঙ্গজ ক্রিকেটের অনুরাগীরা মনোজের সিদ্ধান্তে ব্যথিত হয়েছিলেন। তবে মনোজ এখনই অবসর নিচ্ছেন না। আরও একটি বছর খেলেই ক্রিকেটকে বলবেন আলবিদা। অবসর নেওয়ার পাঁচ দিনের মধ্যেই ইউ-টার্ন নিয়ে সিদ্ধান্ত বদলালেন মনোজ। মঙ্গলবার সিএবি-তে সাংবাদিক বৈঠকে অবসর ভেঙে ফিরে আসার সিদ্ধান্ত জানিয়ে দিলেন মনোজ। 

আরও পড়ুন: Manoj Tiwary: আর নয়! ফেসবুকে পোস্ট করে বিরাট সিদ্ধান্ত জানিয়ে দিলেন মন্ত্রীমশাই

এদিন মিডিয়া সেন্টারে মনোজের সঙ্গে বৈঠকে ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ও সাধারণ সচিব নরেশ ওঝা। স্নেহাশিস বৈঠকের শুরুতে বলেন, 'আমি আপনাদের থেকেই জানতে পারি যে, মনোজ অবসরের সিদ্ধান্ত নিয়েছে। আমি ইনস্টাগ্রাম ফলো করি না। কিন্তু আপনাদের থেকে খবর পেয়েই ওর পোস্ট দেখি। আমি খুব অবাক হয়েছিলাম। ১৫-২০ দিন আগেই ওর সঙ্গে আমার আগামী মরসুম নিয়ে অনেক কথা হয়েছে। তবে আমি নিজে ক্রিকেট খেলেছি। জানি একজন ক্রিকেটার যখন অবসরের সিদ্ধান্ত নেয়, সে তখন কোন মানসিক অবস্থায় থাকে। আমি তখন ওকে কোনও ভাবে বিরক্ত করিনি। রাতে একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিলাম। ও আমাকে ফোন করে। তারপরের ঘটনা মনোজই ভালো বলতে পারবে।'

এরপর মনোজ বলেন, 'আমাকে আরও একটা বছর খেলার জন্য বোঝায় দাদা (স্নেহাশিস)। বলেন, এই মাঠে খেলেই অবসর নিতে। এরপরই আমি ভাবনাচিন্তা করি। আমার স্ত্রীও খুব অবাক হয়েছিল। ও আমাকে বকাবকি করেছিল। বলা ভালো বোঝায় যে, ১৯ বছর খেলার পর এভাবে যাওয়া ঠিক না। বাংলার ক্রিকেট আমাকে সব দিয়েছে।তারপর আমি সিদ্ধান্ত বদলাই। আমার টিম ও ক্রীড়াপ্রেমীরা চেয়েছে আমি আরও একটা বছর খেলি। তাই আমি অবসর ভেঙে ফিরছি। একটা শেষ চেষ্টা করব। তারপর অবসর নেব। তখন আর ইউ-টার্ন হবে না।' মনোজ সাংবাদিকদের প্রশ্ন করার আগেই জানান যে, কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মনোজ বলেন, 'দেখুন, আমি খুব আবেগপ্রবণ ছেলে। এই ঘরে যারা আমার মতো আছেন, তাঁরা বুঝবেন যে, একেকটা ফ্রেজ আসে খুব ব্ল্যাংক মনে হয়। তখনই আবেগের বশে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়। হতে পারে অবসরের সিদ্ধান্ত কারোর ব্য়ক্তিগত। তবে আমি বুঝতে পেরেছি যে, আমার সিদ্ধান্তে অনেকেই দুঃখ পেয়েছেন। তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।' 

মনোজ জানিয়েছেন যে, বাংলা টিম ভালো এবং সাপোর্ট স্টাফরাও ভালো। তিনি আশা করছেন বাংলা আগামী মরসুমে ভালো ফল করবে। মনোজ এদিনও এও জানিয়ে দিয়েছেন যে, কোনও রাজনৈতিক চাপে তিনি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেননি। মনোজ পরিষ্কার বলে দিয়েছেন যে, তিনি যেদিন রাজনীতিতে যোগ দিয়েছিলেন, সেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁকে জানিয়ে দিয়েছিলেন যে, মনোজ যতদিন ক্রিকেট খেলবেন, ততদিন তাঁদের সমর্থন থাকবে। 

আরও পড়ুন: WATCH: 'গোপন কথাটি রবে না গোপনে', বাবর আজমকেই বিয়ে করতে চান রামিজ রাজা!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.