সানির ভাষায় `পক্ষপাতদুষ্ট` কোহলির দল নির্বাচন

পক্ষপাত দুষ্ট হয়ে উঠছে ভারতীয় দল। এশিয়া কাপে বিধ্বস্ত হয়ে ঘরমুখী টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ককে এই ভাষাতেই আক্রমণ করলেন ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাসকর। বুধবার মীরপুরে আফগানিস্তানের বিরুদ্ধে দল অপরিবর্তিত রেখে রিসার্ভ বেঞ্চের এক জনকেও সুযোগ না দেওয়ায় বিরাট কোহলির উপর তীব্র ক্ষেপেছেন গাভাসকর।

Updated By: Mar 6, 2014, 04:18 PM IST

পক্ষপাত দুষ্ট হয়ে উঠছে ভারতীয় দল। এশিয়া কাপে বিধ্বস্ত হয়ে ঘরমুখী টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ককে এই ভাষাতেই আক্রমণ করলেন ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাসকর। বুধবার মীরপুরে আফগানিস্তানের বিরুদ্ধে দল অপরিবর্তিত রেখে রিসার্ভ বেঞ্চের এক জনকেও সুযোগ না দেওয়ায় বিরাট কোহলির উপর তীব্র ক্ষেপেছেন গাভাসকর।

পাকিস্তান আর শ্রীলঙ্কার বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পর এশিয়া কাপের ফাইনালে যাওয়ার রাস্তা ভারতের জন্য আগেই বন্ধ হয়ে গিয়েছিল। সবাই আশা করেছিলেন দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তানের সঙ্গে ম্যাচ রিসার্ভ বেঞ্চে বসা চেতেশ্বর পূজারা, ঈশ্বর পান্ডের মত ক্রিকেটারদের জন্য ওয়ান ডেতেও নিজেদের ক্ষমতা যাচাই করার একটা সুযোগ হবে। কিন্তু টসে জিতে বোলিং নেওয়ার কথা ঘোষণা করে ক্যাপ্টেন কোহলি জানিয়ে দেন তিনি দলের কোনও পরিবর্তন আনছেন না। আর এতেই ক্ষিপ্ত হয়ে যান গাভাসকর। লাইভ টেলিভিশনে সরাসরি কোহলির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তিনি।

গাভাসকর বিরাট কোহলির এই সিদ্ধান্তকে ভয়াবহ আখ্যা দিয়েছেন। তিনি জানান রিসার্ভ বেঞ্চের ক্রিকেটাররা যদি ভাল খেলে দিতেন তাহলে ভারতীয় থিঙ্ক্য ট্যাঙ্কের প্রিয় পাত্রদের দলে ফিরে আসা কঠিন হয়ে যেত। বিশ্ব ক্রিকেটের এই সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান মন্তব্য করেন ``কেন ইশান্ত পাণ্ডে আর চেতেশ্বর পূজারা কে সুযোগ পেলেন না সেটা বোধগম্য হল না। এরা যদি ভাল খেলে দেয় তাহলে ওদের প্রিয় ব্যাটসম্যান বা বোলারের দলে ফেরা অনিশ্চিত হয়ে পড়বে বলে কি ওরা ভয় পেল? এই সিদ্ধান্ত চূড়ান্ত হাস্যকর।``

তীব্র ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে টিম ম্যানেজমেন্টের দিকে প্রশ্ন ছুঁড়ে গাভাসকর জানতে চেয়েছেন ``প্রথমত কিছু কিছু ক্রিকেটার তো একটানা খেলে চলেছেন। নিশ্চিত ভাবেই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁদের একটা ব্রেকের দরকার। দ্বিতীয়ত, যদি রিসার্ভ বেঞ্চের প্লেয়ারদের সুযোগ না দেওয়া হয়, তবে আর তাঁরা খেলবেন?``

.