খাওয়ার টাকা নেই ক্রিকেটারদের!

লোধা বনাম বিসিসিআই দ্বন্দ্বের জের। আর্থিক সংকটের মুখে অনূর্ধ্ব-উনিশ ভারতীয় ক্রিকেট দল। হাত খরচের টাকা দূরঅস্ত রাহুল দ্রাবিড়ের ছেলেরা খাওয়ার খরচের টাকা পর্যন্ত পাচ্ছেন না।

Updated By: Feb 9, 2017, 09:47 AM IST
খাওয়ার টাকা নেই ক্রিকেটারদের!

ব্যুরো: লোধা বনাম বিসিসিআই দ্বন্দ্বের জের। আর্থিক সংকটের মুখে অনূর্ধ্ব-উনিশ ভারতীয় ক্রিকেট দল। হাত খরচের টাকা দূরঅস্ত রাহুল দ্রাবিড়ের ছেলেরা খাওয়ার খরচের টাকা পর্যন্ত পাচ্ছেন না।

সিনিয়র ক্রিকেটের বিপরীত চিত্র জুনিয়র ক্রিকেটে। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে কোনও আর্থিক সমস্যার সামনে পড়তে হচ্ছে না বিরাট কোহলিদের। অথচ মুম্বইতে প্রবল আর্থিক সংকটের মুখে অনূর্ধ্ব-উনিশ ভারতীয় ক্রিকেট দল। সৌজন্যে লোধা বনাম বিসিসিআই দ্বন্দ্ব। হাত খরচের টাকা দূর অস্তরাহুল দ্রাবিড়ের ছেলেরা খাওয়ার খরচের টাকা পর্যন্ত পাচ্ছেন না। দলের এক সদস্য জানিয়েছেন বিলাস বহুল হোটেলে থাকার সুবাদে তারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু ডিনার খাওয়ার উপায় নেই। সারাদিন ম্যাচের ধকলের পর রাতে ক্রিকেটারদের খাবার জোগাড় করতে হোটেলের বাইরে যেতে হচ্ছে। খেতে হচ্ছে অভিভাবকদের পয়সায়। যা শুনে বিসিসিআইয়ের এক অফিসিয়াল বলছেন সচিব অজয় শিরকেকে সুপ্রিম কোর্ট সরিয়ে দেওয়ায় তাদের এতদিন চেকে সই করার লোক ছিল না। তারা চেষ্টা করবেন সিরিজ শেষ হওয়ার পর ক্রিকেটারদের অ্যাকাউন্টে টাকা ফেলে দিতে।

.