ওলিম্পিক কোয়ালিফায়ারের পরের রাউন্ডে নাম তুলে ইতিহাস গড়ল ভারতীয় মেয়েরা

এদিন মায়ানমারের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করছিল ভারত।

Updated By: Nov 14, 2018, 07:09 PM IST
ওলিম্পিক কোয়ালিফায়ারের পরের রাউন্ডে নাম তুলে ইতিহাস গড়ল ভারতীয় মেয়েরা

নিজস্ব প্রতিনিধি : এই প্রথমবার। ওলিম্পিক কোয়ালিফায়ারে সেকেন্ড রাউন্ডে উঠল ভারতের মহিলা ফুটবল দল। তিন ম্যাচে চার চার পয়েন্ট নিয়ে গ্রুপ সি থেকে দ্বিতীয় পজিশনে ছিল ভারত। একই গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে গেল মায়ানমার। ওলিম্পিক কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হবে আগামী বছরের এপ্রিলে। গত ম্যাচে নেপালের সঙ্গে ড্র করেছিল মায়ানমার। এদিন অবশ্য ভারতের বিরুদ্ধে মায়ানমার জিতল ২-১ ব্যবধানে। তবুও পয়েন্টের বিচারে ভারতীয় দল কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করল। এদিন মায়ানমারের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করছিল ভারত। প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করে। কিন্তু খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভারতীয় মেয়েরা যেন খেই হারাতে শুরু করে। সুযোগের সদ্বব্যবহার করে জাঁকিয়ে বসে মায়ানমার। 

আরও পড়ুন-  কাশ্মীর আমাদের চাই না, পাক প্রধানমন্ত্রীকে বার্তা আফ্রিদির

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে দল ৭-১ ব্যবধানে জিতেছিল, এদিনও সেই টিমই নামল। তবে কোথাও যেন এদিন ফর্ম হারিয়ে ফেলেছিলেন অদিতি চৌহান, বালা দেবিরা। গত ম্যাচে চার গোল করা বলা দেবি এদিনও অবশ্য ক্ষণে ক্ষণে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। তিনিই মূলত ভারতীয় দলের প্লে-মেকার হিসাবে কাজ করেন। এদিনও যতবার বল পাচ্ছিলেন, ততবার তিনি সুযোগ তৈরি করার চেষ্টা করছিলেন। কিন্তু তিন মিনিটে গোল খাওয়ার পর থেকেই ভারতীয় দল যেন ছন্দ হারাতে থাকে। প্রথমার্ধে প্রায় কোনওভাবেই সুযোগ তৈরি করতে পারছিলেন না ভারতীয় ফরোয়ার্ডরা। 

.