EXPLAINED | ICC Champions Trophy 2025: তাজা রক্তে নীল বিপ্লব, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বাদ মহাতারকারা ! তরুণদের হাতেই মশাল

Indias Likely Squad For The ICC Champions Trophy 2025: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল মোটামুটি তৈরি, বিশ্বকাপের দলটাই ধরে রাখার ভাবনায় টিম ইন্ডিয়া।

Updated By: Dec 2, 2024, 04:56 PM IST
EXPLAINED | ICC Champions Trophy 2025: তাজা রক্তে নীল বিপ্লব, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বাদ মহাতারকারা ! তরুণদের হাতেই মশাল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) । ৫০ ওভারের টুর্নামেন্ট শেষবার হয়েছিল ২০১৭ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র (ICC) পরিচালনায় ফিরছে এই মেগা টুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। 

বিসিসিআই বনাম পিসিবি: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই বনাম পিসিবি-র অচলাবস্থা শেষ হতে চলেছে বলেই খবর। ভারত যেহেতু কোনও ভাবেই পাকিস্তানে যাবে না, সেহেতু হাইব্রিড মডেল চেয়েছিল। কিন্তু পিসিবি সাফ বলে দিয়েছে কোনও ভাবেই হাইব্রিড মডেলে খেলা হবে না। রিপোর্ট বলছে, প্রায় একমাস আলোচনার পর অবশেষে দুই বোর্ড মাঝামাঝি অবস্থানে আসতে পেরেছে। পিসিবি চেয়েছে যে, আগামী তিন বছর আইসিসি-র সকল ইভেন্টে ভারত-পাকিস্তান নিরপেক্ষ মাঠে খেলবে। পাকিস্তান অগ্রাধিকার দিতে বলেছে দুবাইকে। মনে করা হচ্ছে যে, পিসিবি-র আবদার আইসিসি-বিসিসিআই মেনে নেবে।

আরও পড়ুন: যদিও মগডালে ভারত, তবুও লন্ডন বহু দূর! জানুন কোন ৪ শর্তে মিলবে লর্ডসের গেটপাস

২০১৭ সালে ভারত ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া করেছিল। স্বাভাবিক ভাবেই রোহিতরা চাইবেন এবার কোনও ফাঁক না রাখতে। সেরার সেরা দলই পাঠাবে বিসিসিআই। মনে করা হচ্ছে যে, ওডিআই বিশ্বকাপের দলটাই ভারত ধরে রাখতে চলেছে। এখনই বলে দেওয়া যায় যে, রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ার সিট কনফার্মড। বাকি স্লটের লড়াইয়ে আগামী প্রজন্মের ক্রিকেটাররা। দলে ঢোকার লড়াইয়ে নিশ্চিত ভাবে রয়েছেন যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্য়ামসন, তিলক বর্মা। কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার ছিলেন ওডিআই বিশ্বকাপের দলে। তবে এই দুই ক্রিকেটারকে মার্কি ইভেন্টে ভাবা হবে না বলেই মনে করা হচ্ছে। 

বোলিং ডিপার্টমেন্টেও প্রায় নিশ্চিত। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর সামলাবেন ভারতের স্পিন বিভাগ। চার পেসারও প্রায় নিশ্চিত। তাঁরা- জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা। দল হতে চলেছে -রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা।

আরও পড়ুন: ফুটন্ত প্রস্তুতি ম্যাচ! ব্যাটের মতোই মুখ চলে যশস্বীর, এই অজিকে বোঝালেন হাড়ে হাড়ে

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

.