IPL 2022 Final: মেগা ফাইনাল আহমেদাবাদে, দুটি প্লে-অফ ইডেনে, জানিয়ে দিলেন BCCI সচিব Jay Shah

২৯ মে আইপিএল ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।  

Updated By: May 3, 2022, 06:54 PM IST
IPL 2022 Final: মেগা ফাইনাল আহমেদাবাদে, দুটি প্লে-অফ ইডেনে, জানিয়ে দিলেন BCCI সচিব Jay Shah
ইডেনে আইপিএল-এর দুটি প্লে-অফ। জানিয়ে দিলেন বোর্ড সচিব। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল-এর (IPL 2022) প্লে অফ ম্যাচগুলি যে কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্স (Eden Gardens)এবং আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হবে, সেটা আগেই জানা গিয়েছিল। মঙ্গলবার এই বিষয়টি নিশ্চিত করলেন বিসিসিআই সচিব জয় শাহ (BCCI Secraetary Jay Shah)। তিনি আরও জানিয়েছেন, ২৯ মে আইপিএল ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

সংবাদসংস্থা এএনআই-কে বিসিসিআই সচিব বলেছেন, “আইপিএল-এর প্লে অফ ম্যাচগুলি হবে আমদাবাদ ও কলকাতায় খেলা হবে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২৭ মে কোয়ালিফায়ার ২ এবং ২৯ মে মেগা ফাইনাল হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২৪ ও ২৫ মে কোয়ালিফায়ার ও এলিমিনেটর ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে।“

বিসিসিআই সচিব আরও জানিয়েছেন, ‘চলতি বছর থেকে ফের শুরু হবে মহিলাদের টি-২০ চ্যালেঞ্জ প্রতিযোগিতা। পুণেতে চতুর্থ টি-২০ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। ২৩ মে থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। ফাইনাল ২৮ মে।“

আরও পড়ুন: IPL 2022: KKR-এ র পাঁচ বছরের পুরনো সদস্য Rinku Singh- কে ‘নবাগত’ বলে অহেতুক বিতর্কে Shreyas Iyer

আরও পড়ুন: Rinku Singh, IPL 2022: ক্রিজে যাওয়ার আগে হাতে কী লিখেছিলেন KKR-এর ব্যাটার? জেনে নিন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.