IPL 2022, PBKS vs SRH: বাদ Mayank Agarwal! কিন্তু কেন? Punjab Kings-এর অধিনায়ক কে? জেনে নিন
শনিবার অনুশীলনের সময় ময়াঙ্ক বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ময়ঙ্ক আগরওয়াল।
নিজস্ব প্রতিবেদন: রবিবার সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছিল পঞ্জাব কিংস (Punjab Kings)। চোটের জন্য প্রথম একাদশ থেকে ছিটকে গেলেন অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। ফলে তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ময়ঙ্কের জায়গা দলে এসেছেন প্রভসিমরান সিং (Prabhsimran Singh)।
গব্বর টস করতে যাওয়ার সময় সবাই অবাক হয়ে যান। এরপর ময়ঙ্কের বাদ যাওয়া নিয়ে শিখর ধাওয়ান বলেন, "শনিবার অনুশীলনের সময় ময়াঙ্ক বুড়ো আঙুলে চোট পেয়েছিল। সেইজন্য হায়দরাবাদের বিরুদ্ধে ও মাঠে নামতে পারল না।" ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফের মাঠে নামবে পঞ্জাব। সেই ম্যাচে খেলতে পারেন পঞ্জাবের স্থায়ী অধিনায়ক এবং ওপেনার ময়ঙ্ক।
Punjab Kings (@PunjabKingsIPL) April 17, 2022
আইপিএল-এর মঞ্চে এর আগেও অধিনায়কত্ব করেছেন 'গব্বর'। এ দিনের বিপক্ষ হায়দরবাদকে ২০১৪ সালে নেতৃত্ব দিয়েছিলেন বাঁহাতি ওপেনার। তাঁর অধিনায়কত্বে হায়দরাবাদ ১০টি ম্যাচ খেলেছে। এরমধ্যে চারটি ম্যাচ জিতেছেন শিখর। হেরেছেন ছয়টি ম্যাচে।
আরও পড়ুন: Dinesh Karthik, IPL 2022: কোন লক্ষ্য নিয়ে ক্রিজে ঝড় তুলছেন? Virat Kohli-কে জানালেন 'রান মেশিন' DK