IPL: একলাফে কত শতাংশ বাড়ল আইপিএল-এর ব্র্যান্ড ভ্যালু? দামের দিক থেকে এগিয়ে কোন দল?

এই প্রথমবার গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকের তরফে আইপিএলের ব্র্যান্ড মূল্যের হিসেব করা হল। তারাই জানিয়েছে, ম্যাচ শুরুর খানিক আগেই শুরু হত আইপিএলের সম্প্রচার। যেখানে ম্যাচ নিয়ে কাটাছেঁড়া করা হয়। সেই সম্প্রচারের মূল্যও আমেরিকার এনবিয়া, ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেশলিগার মতো বিশ্বের প্রথম সারির টুর্নামেন্টগুলির তুলনায় বেশি। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 12, 2023, 05:29 PM IST
IPL: একলাফে কত শতাংশ বাড়ল আইপিএল-এর ব্র্যান্ড ভ্যালু? দামের দিক থেকে এগিয়ে কোন দল?
অন্য দেশের লিগকে টেক্কা দিচ্ছে আইপিএল। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল-এর (IPL) মুকুটে আরও একটি পালক যোগ হল। সম্পদ এবং ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে নজির গড়ল আইপিএলের ১৬তম মরসুম (IPL 2023)। তবে শুধু পুরুষ আইপিএলই নয়, উদ্বোধনী মরসুমে নজর কাড়ল মহিলা আইপিএলের ব্র্যান্ড ভ্যালুও। এমনই রিপোর্ট প্রকাশ করেছে গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক হউলিহন লকি।   

রিপোর্টে জানানো হয়েছে, বর্তমানে সম্পদ হিসেবে আইপিএল-এর মূল্য ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা। ২০২২ সালে সেটা ছিল ৮.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে একলাফে উন্নতি হয়েছে ৮০ শতাংশ। সেই সঙ্গে এই টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু ২৬,৬০০ কোটি টাকা। ব্র্যান্ড ভ্যালুর নিরিখে ফ্র্যাঞ্চাইজিগুলির তালিকার শীর্ষে রয়েছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পাঁচবারের আইপিএল জয়ী দলের ব্র্যান্ড ভ্যালু  ১৭৬০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে একবারও আইপিএল না জেতা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। বিরাট কোহলির (Virat Kohli) দলের ব্র্যান্ড ভ্যালু ১৯৫ মিলিয়ন মার্কিন ডলার। মুম্বই ইন্ডিয়ান্সও (Mumbai Indians) পাঁচবারের চ্যাম্পিয়ন। তবে রোহিত শর্মার (Rohit Sharma) দল কিন্তু তিন নম্বরে রয়েছে। মুম্বইয়ের ব্র্যান্ডের মূল্য ১৯০ মিলিয়ন ডলার। এদিকে দু'বার আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ব্র্যান্ড ভ্যালু ১৮১ মিলিয়ন ডলার।

আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2023: হাইব্রিড মডেল মেনেই এশিয়া কাপ, পাক মুলুকে যাবে না রোহিতের টিম ইন্ডিয়া, জানাল বিসিসিআই

আরও পড়ুন: Rohit Sharma, WI vs IND: বদলে গেল জুটি! শুভমনের পরিবর্তে রোহিতের নতুন পার্টনার কে? জেনে নিন

এই প্রথমবার গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকের তরফে আইপিএলের ব্র্যান্ড মূল্যের হিসেব করা হল। তারাই জানিয়েছে, ম্যাচ শুরুর খানিক আগেই শুরু হত আইপিএলের সম্প্রচার। যেখানে ম্যাচ নিয়ে কাটাছেঁড়া করা হয়। সেই সম্প্রচারের মূল্যও আমেরিকার এনবিয়া, ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেশলিগার মতো বিশ্বের প্রথম সারির টুর্নামেন্টগুলির তুলনায় বেশি। যা নিঃসন্দেহে ওনেক বড় সাফল্য।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.