MS Dhoni, IPL 2023: চার বছর পর প্রিয় চিপকে ফিরে আবেগতাড়িত চেন্নাইয়ের 'থালা' ধোনি
টসের সময়ই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এবং টস হয়ে যাওয়ার পর নিজের আবেগ আর সামলে রাখতে পারলেন না, চারবারের আইপিএল জয়ী অধিনায়ক।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কোভিডের (Covid 19) ধাক্কা কাটিয়ে চার বছর পর চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) স্বাগত জানাতে তৈরিই ছিল চিপক স্টেডিয়ামে (Chepauk Stadium)। ব্যাপারটা আরও বড় আকারে দেখলে, দুই বছর পর পুরো চেন্নাই (Chennai) শহরের ক্রিকেটপ্রেমীরা তাঁদের প্রিয় মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) স্বাগত জানাতে প্রস্তুত ছিল। গ্যালারিভর্তি ৪০ হাজার সমর্থক তাঁদের প্রিয় 'থালা'-র জন্য গলা ফাটাতে প্রস্তুত হয়েই ছিলেন। আর তাই হল। চোটকে অগ্রাহ্য করে চিপকে পা রাখতেই গ্যালারিভর্তি স্টেডিয়াম, 'ধোনি...ধোনি' 'থালা...থালা' স্লোগানে গর্জে উঠল। এবং পুরো ব্যাপারটা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন 'ক্যাপ্টেন কুল' (Captain Cool)।
টসের সময়ই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এবং টস হয়ে যাওয়ার পর নিজের আবেগ আর সামলে রাখতে পারলেন না, চারবারের আইপিএল জয়ী অধিনায়ক। বলছিলেন, "১৪২৭ দিন পর এখানে ফিরে আসতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে। ২০০৮ সাল থেকে আইপিএল শুরু হয়েছে। এবং প্রথমদিন থেকেই এই স্টেডিয়াম শুধু আমাদের ভালোবাসা দিয়ে গিয়েছে। আরও ভালো লাগছে আইপিএল-এর মঞ্চে এই প্রথমবার আমরা পুরো গ্যালারির সামনে খেলার সুযোগ পাচ্ছি। এটা অবশ্যই আমাদের কাছে বড় প্রাপ্তি।"
— IndianPremierLeague (@IPL) April 3, 2023
আরও পড়ুন: Mohammed Siraj, IPL 2023: কেন মাঠের বাইরে মাঝেমধ্যেই মেজাজ হারান? জানালেন ক্ষুব্ধ মহম্মদ সিরাজ
চোট পাওয়া সিএসকে-এর (CSK) সেনাপতি কি আদৌ লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামতে পারবেন? সেটা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। চলতি আইপিএল-এর (IPL 2023) প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে চোট পেয়েছিলেন 'ক্যাপ্টেন কুল' (Captain Cool)। ৪১ বছরের ধোনির ক্যাপ্টেন্সি নিয়ে কারও কোনও প্রশ্ন থাকতে পারে না। তবে হাঁটুর চোটে নাজেহাল ধোনির ব্যাটিং নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই। কারণ কয়েকটা ছক্কা মেরে গ্যালারিতে উত্তেজনা বাড়ালেও, বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের ব্যাটে সেই আগের তেজ নেই। যদিও এমন প্রশ্নের উত্তরেও দলের অধিনায়কের পাশে দাঁড়িয়েছিলেন দলের হেড কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming)।
তবে ফ্লেমিং যতই তাঁর দলের অধিনায়ককে আড়ালে রাখার চেষ্টা করুন, পরিসংখ্যান কিন্তু মোটেও ধোনির পক্ষে নেই। ২০২১ সালে তাঁর নেতৃত্বে শেষবার আইপিএল জিতেছিল চেন্নাই। সেবার ১৬টি ম্যাচে মাত্র ১১৪ রান করেছিলেন। সর্বোচ্চ অপরাজিত ১৮। এরপর ২০২২ সালে ১৪টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৩২ রান। সর্বোচ্চ অপরাজিত ৫০। আর এবার গুজরাতের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে নেমে ৭ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন। যদিও নিজের সেরা সময় ফেলে আসা 'ফিনিশার'-কে এখনও আগলে রাখছে তাঁর সিএসকে। এভাবে কতদিন চোটে নাজেহাল 'বুড়ো' অধিনায়ককে আগলে রাখা যায়, সেটাই দেখার। শুধু তাই নয়, লখনউ-এর বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারবেন কিনা সেটাও দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।