Rohit Sharma: অধিনায়ক রোহিতের কি এবার দিন শেষ! রিভিউ বৈঠক থেকে এল বিরাট আপডেট
Rohit Sharma's captaincy in tests and ODIs: রোহিত শর্মাকেই কি আগামী দিনে ভারতের টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে? নাকি তাঁর জায়গায় আসবেন অন্য কেউ? আইসিসি রিভিউ বৈঠকে চলে এল বিরাট আপডেট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাল ২০১৩। এমএস ধোনির (MS Dhoni) নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। তারপর পেরিয়ে গিয়েছে পাক্কা ন'টি বছর। একবারও আইসিসি-র কোন ট্রফি স্পর্শ করতে পারেনি বিরাট কোহলি (Virat Kohli) বা রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। বিরাটের হাত থেকে ব্যাটন উঠেছে রোহিতের হাতে। তাঁর নেতৃত্বে চলতি বছর টি-২০ বিশ্বকাপে ভারতকে থামতে হয়েছিল সেমিফাইনালেই। ফিনিশিং লাইন পার করাতে পারেননি তিনি। তাহলে এরপরেও কি রোহিতই থাকবেন ভারতের অধিনায়ক? নাকি ভারত বেছে নেবে অন্য কাউকে!
ভারতীয় দলের পারফরম্য়ান্স পর্যালোচনা করার জন্য় রবিবার অর্থাৎ আজ বৈঠকে বসেছিল বিসিসিআই (BCCI)। বছরের পয়লা তারিখে বোর্ড ডেকে পাঠিয়েছিল বিসিসিআই সভাপতি রজার বিনি (Roger Binny), সাধারণ সচিব জয় শাহ (Jay Shahও), কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid), ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma), জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) ও প্রাক্তন প্রধান নির্বাচক চেতন শর্মাকে (Chetan Sharma)। বৈঠকে বিসিসিআই আগামীর রূপরেখা তৈরি করে দিয়েছে। সেখানেই রোহিতের মার্কশিট দিয়েছে বোর্ড।
আরও পড়ুন: Team India Review Meeting: রাহুল-রোহিতদের ডেকেছিল বোর্ড! রবির বৈঠকে কড়া দাওয়াই দিল বিসিসিআই
বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা পিটিআই-কে বলেছে, 'রোহিতই ভারতকে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব দেবে। এই দুই ফরম্যাটে অধিনায়ক হিসেবে রোহিতের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়নি। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে রোহিতের ক্যাপ্টেনসির রেকর্ড ভালো বললেও কম।' এখন প্রশ্ন তাহলে কি রোহিত টি-২০ ফরম্যাটে ক্যাপ্টেন থাকবেন না। যদিও সেই বিষয় কোনও কথা হয়নি। তবে মনে করা হচ্ছে যে, বিরাট বা রোহিতকে আর বেশি দিন দেশের জার্সিতে কুড়ি ওভারের সংস্করণে দেখা যাবে না। তাঁদেরকে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেই ব্যবহার করবে ভারত। সেক্ষেত্রে হার্দিক পাণ্ডিয়াই হতে পারেন ভারতের পরবর্তী টি-২০ অধিনায়ক। দাসুন শনাকার শ্রীলঙ্কা আসছে ভারত সফরে। তিনটি টি-২০ ও সমসংখ্যক ম্যাচ খেলবে দুই দেশ। মঙ্গলবার মুম্বইয়ে প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। রোহিত চোটের জন্য় টি-২০ সিরিজের বাইরে। তাঁর বদলে ক্যাপ্টেন হার্দিক।