WATCH, Ishan Kishan: ধাওয়ানের সঙ্গে ঈশান-গিলের রিল! ফ্যানরা হাসি থামাতে পারলেন না

এই তিন ক্রিকেটাররে তালমেল ও হাসির ডান্স স্টেপ শুধু নেটিজেনদেরই নয়, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ ও সূর্যকুমার যাদবদেরও পেটে খিল ধরিয়ে দিল। তবে আলাদা করে নজর কাড়লেন ঈশান। এই ধাওয়ানের হাত ধরেই গত মাসে টিম ইন্ডিয়ার হেড স্যার রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ইনস্টা রিলে হাতে খড়ি হয়েছিল। 

Updated By: Aug 17, 2022, 02:28 PM IST
WATCH, Ishan Kishan: ধাওয়ানের সঙ্গে ঈশান-গিলের রিল! ফ্যানরা হাসি থামাতে পারলেন না
ধাওয়ানদের রিলস নিয়ে চলছে আলোচনা

জি ২৪ ঘন্টা ব্যুরো রিপোর্ট: বাইশ গজে এবং তার বাইরে, ভরপুর বিনোদন দেন কোন কোন ক্রিকেটার? এই প্রশ্ন করলে অবশ্যই ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, ডোয়েন ব্র্যাভোদের সঙ্গেই আসবে ভারতীয় তারকা শিখর ধাওয়ানেরও (Shikhar Dhawan) নাম। জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়ার ভাইস-ক্যাপ্টেন ও বাঁ-হাতি মারকুটে ওপেনার ফের একবার ইনস্টাগ্রামে রিল বানিয়ে মাতিয়ে দিলেন। ধাওয়ানকে সঙ্গে দিলেন দলের দুই তরুণ ক্রিকেটার ঈশান কিশান (Ishan Kishan) ও শুভমান গিল (Shubman Gill)। এই তিন ক্রিকেটাররে তালমেল ও হাসির ডান্স স্টেপ শুধু নেটিজেনদেরই নয়, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ ও সূর্যকুমার যাদবদেরও পেটে খিল ধরিয়ে দিল। তবে আলাদা করে নজর কাড়লেন ঈশান। এই ধাওয়ানের হাত ধরেই গত মাসে টিম ইন্ডিয়ার হেড স্যার রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ইনস্টা রিলে হাতে খড়ি হয়েছিল।

আরও পড়ুন: Shikhar Dhawan: ওয়াশিংটনের বদলে দলে শাহবাজ, ধাওয়ান বলে দিলেন বড় কথা

কেএল রাহুল ফিটনেস পরীক্ষায় পাশ করেই ঢুকে পড়েছেন ভারতীয় দলের ড্রেসিংরুমে। চোট-আঘাত সংক্রান্ত ব্রেকের পর রাহুল নীল জার্সিতে কামব্যাক করেছেন অধিনায়ক হিসাবেই। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য় প্রথমে ধাওয়ানের নামই অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু রাহুল ফিরতেই তাঁরে সরিয়ে রাহুলকে করা হয়েছে ক্যাপ্টেন। এই নজিরবিহীন ঘটনায় বিস্তর বিতর্কও হয়েছে। যদিও ধাওয়ান এসব নিয়ে ভাবিতই নন।তিনি প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে বলছেন, 'আমি দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দেব। ক্রিকেটাররা একটা স্বপ্ন নিয়ে বাঁচে। যদি খুশিতে বাঁচতে না পারি, তাহলে আর কী করলাম! নেগেটিভিটিকে আমি ধারে কাছে ঘেঁষতে দিই না। সবসময় পজিটিভ থাকি।' ধাওয়ান সবসময় পজিটিভ থাকেন তা ফুটে ওঠে তাঁর আত্মবিশ্বাসী শরীরী ভাষাতেই। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ভারত-জিম্বাবোয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বিগত কয়েক বছরে ধাওয়ানকে একটি মাত্র ফরম্যাটে সুযোগ দেওয়া হচ্ছে। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে শেষ টেস্ট খেলেছিলেন। জাতীয় টি-টোয়েন্টি দলের হয়ে শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ধাওয়ান জানিয়েছেন যে, আসন্ন সিরিজে ভারতীয় দলে তরুণ ব্রিগেড দারুণ পারফর্ম করবে। তাঁরা সুযোগের জন্য মরিয়া।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.