ধোনির সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ইশান্তের, ঘাঁটলেন পুরনো কাসুন্দি

বিশ্ব ক্রিকেটের প্রাক্তন পেসাররা বুমরা, ইশান্তদের প্রশংসা করেছেন। তবে এমনটা কয়েক বছর আগে পর্যন্ত ছিল না বলে দাবি করেছেন ইশান্ত। 

Updated By: Dec 29, 2019, 01:52 PM IST
ধোনির সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ইশান্তের, ঘাঁটলেন পুরনো কাসুন্দি

নিজস্ব প্রতিবেদন : পুরনো কাসুন্দি ঘাঁটলেন ইশান্ত শর্মা। আর সেটা করতে গিয়ে এম এস ধোনির সিদ্ধান্তের কটাক্ষ করলেন তিনি। গত কয়েক বছর ধরে টেস্টে বিশেষজ্ঞ বোলার হিসেবে নাম করেছেন তিনি। তবে এখন আর একদিন বা টি-২০ ক্রিকেটে তাঁকে স্পেশালিস্ট বলে ধরা হয় না। ২০০৭ সালে ইশান্তের যখন টেস্টে অভিষেক হল তখন ভারতীয় দলের অধিনায়ক রাহুল দ্রাবিড়। এর পর অনিল কুম্বলে, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দলে খেলেছেন। 

ভারতীয় পেস অ্যাটাক নিয়ে এখন আর নতুন করে কিছু বলার নেই। বিশ্ব ক্রিকেটের প্রাক্তন পেসাররা বুমরা, ইশান্তদের প্রশংসা করেছেন। তবে এমনটা কয়েক বছর আগে পর্যন্ত ছিল না বলে দাবি করেছেন ইশান্ত। তাঁর দাবি, কিছু বছর আগে পর্যন্তও ভারতের স্পিন অ্যাটাক প্রশংসা কুড়িয়ে নিত। ইশান্ত মনে করেন, সেই সময় পেসারদের ধারাবাহিকতার অভাবের জন্য দায়ি ছিল ধোনির একটি সিদ্ধান্ত। ইশান্ত বলেছেন, ''রোটেশন পদ্ধতির জন্য কোনও পেসার থিতু হতে পারত না। তা ছাড়া আমাদের কয়েকজনের তেমন অভিজ্ঞতা ছিল না সেই সময়। তাই গ্রুপ হিসাবে ধারাবাহিক হওয়া যায়নি।''

আরও পড়ুন-  কানেরিয়া-কাণ্ডে ফের মুখ খুললেন শোয়েব আখতার! বললেন, বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে

রঞ্জি ট্রফিতে হায়দরাবাদকে হারিয়েছে দিল্লি। ইশান্ত তার পরই ধোনির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন। একটা সময় দলের পেসারদের মধ্যে যোগাযোগের অভাব ছিল বলেও জানিয়েছেন ইশান্ত। তিনি বলেছেন,  ''তিন-চারজন পেস বোলারের পুলে আমিও রয়েছি জানলে কমিউনিকেশনে সুবিধা হয়। আগে ছয়-সাত জন পেস বোলার থাকত, ফলে যোগাযোগের অভাব ঘটত। তা ছাড়া বিরাট কোহলি অধিনায়ক হিসাবে আসার পর আমরা অভিজ্ঞ হয়ে উঠেছিলাম। ফলে সুফল মিলত।''

.