বাঙালি ডিফেন্ডার সুভাশিসের সঙ্গে দীর্ঘকালীন চুক্তি করল এটিকে মোহনবাগান
২০১৭ সালে মোহনবাগানের হয়ে খেলেছিলেন সুভাশিস।
নিজস্ব প্রতিবেদন: আবার পুরনো ক্লাবে ফিরে এলেন সুভাশিস বোস। সবুজ-মেরুণে ফিরলেন জাতীয় দলে খেলা বাঙালি ডিফেন্ডার। পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে সই করলেন ২৪ বছর বয়সী সুভাশিস।
আইএসএল শুরুর বেশ আগে থেকেই নিজেদের ঘর গুছিয়ে নিতে শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান এফসি। রয় কৃষ্ণা, প্রবীর দাস, প্রীতম কোটাল, এডু গার্সিয়া, শেখ সাহিলের পর তরুণ ডিফেন্ডার সুভাশিস বোসের সঙ্গে সঙ্গে পাঁচ বছরের চুক্তি করে ফেলল এটিকে মোহনবাগান।
ঘরের ছেলে ঘরে ফিরলো @subhasis_bose15 penned down a long term deal with ATK Mohun Bagan FC that will keep him in the City of Joy till #ATKMohunBagan#IndianFootball #IndianSuperLeague pic.twitter.com/px2dravuml
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 13, 2020
এটিকে মোহনবাগানে যোগ দিয়ে উচ্ছ্বসিত সুভাশিস জানান, "নিজের শহরে ফিরে আমি খুশি। বড় একটা চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ। নিজের সেরাটা দিয়ে এটিকে মোহনবাগানকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব।"
২০১৭ সালে মোহনবাগানের হয়ে খেলেছিলেন সুভাশিস। তারপর চলে যান বেঙ্গালুরু এফসিতে। সেখান থেকে দু বছরের জন্য মুম্বই সিটি এফসি-তে যোগ দেন এই বাঙালি ডিফেন্ডার। কয়েকদিন আগেই মুম্বই সিটি এফসি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন সুভাশিস। এবার জানা গেল কেন তিনি মুম্বই সিটি এফসি ছাড়েন।
আরও পড়ুন - ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ ভারতে হবে তো? বিকল্প ভাবনাও রয়েছে ICC-র