গান স্যালুটে শ্রদ্ধা জানিয়ে শেষকৃত্য সম্পন্ন হল জগমোহন ডালমিয়ার
গান স্যালুটে বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়াকে শেষ শ্রদ্ধা জানানো হল। সাড়ে তিনটে নাগাদ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশশ্মানে।
এর আগে সিএবিতে রাখা হয়েছিল শবদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানান, রবি শাস্ত্রী, অনুরাগ ঠাকুর, শরদ পাওয়ার। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসনও শ্রদ্ধা জানালেন জগমোহন ডালমিয়াকে।
জগমোহন ডালমিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে শহরে আসেন এসেল গ্রুপের চেয়ারম্যান ড. সুভাষচন্দ্র। গতকাল ডালমিয়ার মৃত্যুর খবর পেয়েই শোকজ্ঞাপন করেন তিনি। আজ সকালের বিমানেই কলকাতা এসে পৌছন এসেল গ্রুপের চেয়ারম্যান। সোজা চলে যান ডালমিয়ার বাসভবনে। সেখান থেকে ডঃ সুভাষ চন্দ্র চলে যান ইডেনে।
গতকাল রাত ৮টা ৫৫ মিনিটে জীবনাবসান হয় ডালমিয়ার। বুকে ব্যথা অনুভব হওয়ায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। চিকিত্সায় ভাল সাড়া দিচ্ছিলেন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া। রবিবার তাঁর ধমনীতে স্টেন্ট বসানো হয়েছিল। কিন্তু রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয় তাঁর, জানান চিকিৎসকরা। রবিবার সন্ধ্যেয় ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় জগমোহন ডালমিয়ার।
বোর্ড প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ডালমিয়ার মৃত্যু সংবাদ শুনেই হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করে তিনি বলেন, "রাজার মুকুট পরে চলে গেলেন তিনি। ক্রিকেটকে নিজের জীবনের থেকেও বেশি ভালবাসতেন তিনি"।