Jasprit Bumrah, ENG vs IND: দুরন্ত বুমরার বোলিংয়ে মুগ্ধ সচিন তেন্ডুলকর, নাসের হুসেন
চলতি একদিনের সিরিজের প্রথম একদিনের ম্যাচের মাইক হাতে বুমরাকে সবার সেরা বলে স্বীকার করলেন মাঝেই এই কথা স্বীকার করলেন তিনি। আসলে বাটলারদের বিরুদ্ধে ১৯ রানে ৬ উইকেট নিতেই নাসের হুসেনের গলায় বুমরার প্রশংসা শোনা গেল।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বর্তমানে সমস্ত ফরম্যাটে সেরা বোলার হলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এমনটাই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন (Naser Hussain)। আর নাসের হুসেনের এই মন্তব্যকে সমর্থন করলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সোশ্যাল মিডিয়াতে সেটি স্পষ্ট করলেন মাস্টার ব্লাস্টার। সচিন টুইটারে লিখলেন, ‘আমি কিছুদিন ধরেই মনে করছিলাম যে বুমরা সব ফরম্যাটে সেরা বোলার। নাসের হুসেন, শুনে ভাল লাগল আমার সঙ্গে আপনিও একমত হলেন।’
চলতি একদিনের সিরিজের প্রথম একদিনের ম্যাচের মাইক হাতে বুমরাকে সবার সেরা বলে স্বীকার করলেন মাঝেই এই কথা স্বীকার করলেন তিনি। আসলে বাটলারদের বিরুদ্ধে ১৯ রানে ৬ উইকেট নিতেই নাসের হুসেনের গলায় বুমরার প্রশংসা শোনা গেল।
I've been of the opinion for a while now that Bumrah is the best bowler across formats. It was good to hear @nassercricket agree with me on-air.#ENGvIND
— Sachin Tendulkar (@sachin_rt) July 12, 2022
একাই একশ' মেজাজে আগুনে গতিতে বল করে ইংল্যান্ডকে একাই বুঝে নিলেন জসপ্রীত বুমরা। তাঁর দাপটে প্রথম আট ওভারেই পাঁচ উইকেট হারায় জস বাটলাররা। এরমধ্যে চার ব্যাটার খাতাই খুলতে পারেনি। জ্যাশন রয়, জো রুট, বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোনকে শূন্য রানে আউট হন। জনি বেয়ারস্টো ২০ বলে ৭ রান করে আউট হয়ে যান। ফলে ১১০ রানে গুটিয়ে যায় গত বিশ্বজয়ীদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের দাপটে ১০ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত।
আরও পড়ুন: ENG vs IND: ব্যাটে-বলে বিধ্বংসী জয় পেল রোহিত শর্মার টিম ইন্ডিয়া
আরও পড়ুন: Jasprit Bumrah, ENG vs IND: তৃতীয় ভারতীয় পেসার হিসেবে কোন নজির গড়লেন বুমরা? জেনে নিন