Jasprit Bumrah Health Update: অস্ত্রোপচারের জন্য উড়ে যাচ্ছেন নিউজিল্যান্ড, বিশ্বকাপের আগে মাঠে নামতে পারবেন না বুমরা
আইপিএল কিংবা এশিয়া কাপে খেলার কোনও সম্ভাবনাই নেই। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত জসপ্রীত বুমরাকে মাঠের বাইরে থাকতে হবে। এমন অবস্থায় টিম ইন্ডিয়ার জোরে বোলারকে পুরো ফিট করে বিশ্বকাপে খেলাতে চাইছে বিসিসিআই । আর শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিল রজার বিনি-জয় শাহদের ভারতীয় ক্রিকেট বোর্ড।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল (IPL 2023) কিংবা এশিয়া কাপে (Asia Cup 2023) খেলার কোনও সম্ভাবনাই নেই। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) মাঠের বাইরে থাকতে হবে। এমন অবস্থায় টিম ইন্ডিয়ার (Team India) জোরে বোলারকে পুরো ফিট করে বিশ্বকাপে খেলাতে চাইছে বিসিসিআই (BCCI)। আর শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিল রজার বিনি (Roger Binny)-জয় শাহদের (Jay Shah) ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-এর (BCCI) তরফ থেকে এখনও পর্যন্ত এই ইস্যু নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে শোনা যাচ্ছে তারকা জোরে বোলার পুরো সুস্থ হয়ে ওঠার জন্য নিউজিল্যান্ড উড়ে যাচ্ছেন।
শোনা যাচ্ছে নিউজিল্যান্ডের অস্থি ও শল্য চিকিৎসক রোয়ান সাউটনের অধীনে বুমরার অস্ত্রোপচার সম্পন্ন হবে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ও বিসিসিআই-এর মেডিক্যাল টিমের সদস্যরা নাকি সেই ডাক্তারের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা সেরে রেখেছেন। এর আগে জফ্রা আর্চার (Jofra Archer) ও শেন বন্ডের (Shane Bond) অস্ত্রোপচারও এই অস্থি ও শল্য চিকিৎসক রোয়ান সাউটন (Rowan Schouten) করেছিলেন। আগামী কয়েক দিনের মধ্যেই অকল্যান্ড পাঠানো হতে পারে বুমরাকে। চিকিৎসকরা প্রাথমিক ভাবে মনে করছে অস্ত্রোপচারের পর বুমরার মাঠে ফিরতে ২০ থেকে ২৪ সপ্তাহ সময় লাগবে। সেক্ষেত্রে তাঁর মাঠে ফিরতে ফিরতে অন্তত সেপ্টেম্বর। গত ২৫ সেপ্টেম্বর ঘরের মাঠে শেষ বার জাতীয় দলের হয়ে খেলেছিলেন বুমরা। সেই অর্থে তাঁকে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হবে।
চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) বাকি দুই টেস্টের দলেও নেই বুমরা। এদিকে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023) আয়োজিত হবে। এর আগে রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023)। তবে বিশ্বকাপেই পুরো ফিট বুমরাকে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর তাই 'বুম বুম বুমরা'-কে আসন্ন আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) খেলতে দেখা যাবে না। কারণ বিসিসিআই সূত্রের খবর, বুমরার চোট যথেষ্ট বড়। আর তাই এই জোরে বোলাকে মাঠে ফেরাতে আর তাড়াহুড়ো করতে চাইছেন না টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন বুমরা। কয়েকদিন পরেই উড়ে যাবেন নিউজিল্যান্ডে। অস্ত্রোপচারের জন্য।
এই ইস্যু নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, "যতটা ভাবা গিয়েছিল, বুমরার চোট এর থেকেই অনেক বড়। ওর পুরো ফিট হতে আরও কয়েক মাস সময় লাগবে। তাই ওর ভবিষ্যতের কথা ভেবে এখনই মাঠে নামিয়ে দেওয়া সম্ভব নয়। আপাতত টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপে ওর সার্ভিস পেতে চাইছে।"
আরও পড়ুন: WPL 2023: হরমনপ্রীত-স্মৃতিদের উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাসকট কে? জেনে নিন
গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে দলে ফেরানোর কথা ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু সিরিজ শুরুর আগের দিন হঠাৎই জানানো হয়, নেট প্র্যাকটিসের সময় নাকি বল করতে গিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলেন না তিনি। তাই তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হয়নি। সেই সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে সেই উদ্দেশ্যও পূরণ হল না। সূত্রের খবর, পিঠের চোট সারিয়ে এখনও সম্পূর্ণ ম্যাচ ফিট নন বুমরা। আর তাই তাঁকে এখনও মাঠে নামানোর ঝুঁকি নেওয়া হল না। এখন শোনা যাচ্ছে তাঁর ফের একবার অস্ত্রোপ্রচার করানো হতে পারে।
গত বছর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ওডিআই পিঠে চোট পেয়েছিলেন বুমরা। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে গত এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি তাঁকে। যদিও গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বুমরাকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু একটি ম্যাচ খেলে আবার চোট পান তিনি। এরপর থেকে এনসিএ-তে সুস্থ হচ্ছেন বুমরা। কিন্তু তাঁর সুস্থ হতে আরও কিছু দিন লাগবে। তাই আইপিএল-এ তাঁর সার্ভিস পাবে না রোহিতের মুম্বই। এহেন বুমরা কবে আবার মাঠে নামেন সেটাই দেখার।