শুটিংয়ের বিশ্বকাপে পদক জয়ের হ্যাটট্রিক করলেন জিতু রাই

শুটিংয়ের বিশ্বকাপে পদক জয়ের হ্যাটট্রিক করলেন জিতু রাই। মঙ্গলবার ব্রোঞ্জ জয়ের পর বুধবার সোনা জিতলেন জিতু। পঞ্চাশ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে নেন তিনি। শুটিংয়ের বিশ্বকাপে জিতু রাইয়ের স্বপ্নের ফর্ম অব্যাহত। প্রতিযোগিতায় পদক জয়ের হ্যাটট্রিক পূর্ণ করলেন ভারতের এই চ্যাম্পিয়ন শুটার। মঙ্গলবার ব্রোঞ্জ জয়ের পর বুধবার পঞ্চাশ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতলেন জিতু। ফাইনালে পৌছতে বেগ পেলেও সোনা জিতে নয়া রেকর্ডও গড়লেন তিনি।

Updated By: Mar 1, 2017, 11:17 PM IST
শুটিংয়ের বিশ্বকাপে পদক জয়ের হ্যাটট্রিক করলেন জিতু রাই

ওয়েব ডেস্ক : শুটিংয়ের বিশ্বকাপে পদক জয়ের হ্যাটট্রিক করলেন জিতু রাই। মঙ্গলবার ব্রোঞ্জ জয়ের পর বুধবার সোনা জিতলেন জিতু। পঞ্চাশ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে নেন তিনি। শুটিংয়ের বিশ্বকাপে জিতু রাইয়ের স্বপ্নের ফর্ম অব্যাহত। প্রতিযোগিতায় পদক জয়ের হ্যাটট্রিক পূর্ণ করলেন ভারতের এই চ্যাম্পিয়ন শুটার। মঙ্গলবার ব্রোঞ্জ জয়ের পর বুধবার পঞ্চাশ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতলেন জিতু। ফাইনালে পৌছতে বেগ পেলেও সোনা জিতে নয়া রেকর্ডও গড়লেন তিনি।

আরও পড়ুন- ইব্রাকে রাখতে তোরজোড় হোসে মোরিনহোর

ফাইনালে দুশো তিরিশ দশমিক এক পয়েন্ট অর্জন করে নয়া নজির গড়লেন জিতু। এর আগে সোমবার হিনা সিধুর সঙ্গে মিক্সড ডবলস বিভাগে সোনা জিতেছিলেন তিনি। বুধবার পদক জিতে নেন ভারতের আরও এক শুটার।পঞ্চাশ মিটার এয়ার রাইফেল বিভাগে রুপো জিতেছেন অমনপ্রীত সিং।

.