Jose Mourinho: পিএসজি-র কোচ হচ্ছেন? কড়া জবাব দিলেন 'দ্য স্পেশ্যাল ওয়ান'

'দ্য স্পেশাল ওয়ান' হোসে মোরিনহো নাকি পিএসজি-র পছন্দের তালিকার শীর্ষে আছেন। এই নিয়ে এবার মুখ খুলেছেন এই পর্তুগিজ কোচ। গুজবকে এখনই পাত্তা দিচ্ছেন না বর্তমানে এএস রোমার দায়িত্বে থাকা মোরিনহো। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: May 11, 2023, 06:19 PM IST
Jose Mourinho: পিএসজি-র কোচ হচ্ছেন? কড়া জবাব দিলেন 'দ্য স্পেশ্যাল ওয়ান'
পিএসজি-র কোচ হচ্ছেন হোসে মোরিনহো? ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফরাসি ক্লাব প্যারিস সাঁ জা-র (Paris Saint-Germain) সবচেয়ে বড় স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগ জয়। সেইজন্য লিওনেল মেসি (Lionel Messi), নেইমার (Neymar), কিলিয়ান এমবাপেদের (Kylian Embappe) মতো তারকাদের বিশাল বেতনে দলে নিয়েছিল এই ক্লাব। কিন্তু পিএসজি-র (PSG) সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যারিসে দুই মরসুম খেলেও পিএসজি-কে চ্যাম্পিয়নস লিগ জেতাতে ব্যর্থ হয়েছেন। এমনকি অনেক ঘটা করে ক্রিস্তফ গালতিয়ে (Christophe Galtier) পিএসজি-তে আনা হলেও, তিনি বড় কিছু করতে পারেনি। তাই শোনা যাচ্ছিল, ফ্রান্সের এই ক্লাবের হটসিটে বসতে পারেন হোসে মোরিনহো (Jose Mourinho)। যদিও এই খবরকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন 'দ্য স্পেশ্যাল ওয়ান'। 

'দ্য স্পেশ্যাল ওয়ান' হোসে মোরিনহো নাকি পিএসজি-র পছন্দের তালিকার শীর্ষে আছেন। এই নিয়ে এবার মুখ খুলেছেন এই পর্তুগিজ কোচ। গুজবকে এখনই পাত্তা দিচ্ছেন না বর্তমানে এএস রোমার দায়িত্বে থাকা মোরিনহো। পিএসজি-র সঙ্গে কোনওরকম যোগাযোগকে অস্বীকার করে মোরিনহো বলেন, 'পিএসজি আমাকে কোচ হিসেবে চাইলেও পাবে না। কারণ ওরা এখনও পর্যন্ত তারা আমার সঙ্গে কথাই বলেনি।'  

আরও পড়ুন: Match Fixing in Brazil: ম্যাচ ফিক্সিংয়ে কলঙ্কিত পেলে-নেইমারের ব্রাজিল! ফুটবলারসহ অভিযুক্ত ১৬ জন

আরও পড়ুন: Lionel Messi: সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তির খবর উড়িয়ে দিলেন মেসির বাবা

তবে মোরিনহো কোচ হওয়ার দাবি উড়িয়ে দিলেও, পিএসজি-র কোচ হওয়ার ব্যাপারটা একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না। কারণ পিএসজি-র ফুটবল পরামর্শক হিসেবে আছেন লুইস ক্যাম্পাস। তিনি আবার মোরিনহোর দীর্ঘদিনের বন্ধু। মোরিনহোর রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় অ্যানালিস্ট ও স্কাউট হিসেবে কাজ করেছেন ক্যাম্পাস। তাই এহেন ক্যাম্পাসের অনুরোধে মোরিনহো নতুন দায়িত্ব নিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। 

এদিকে, ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত পিএসজি-র সঙ্গে ক্রিস্তফ গালতিয়ের চুক্তি রয়েছে। ততদিন ক্লাবের দায়িত্বে থাকতে চান তিনি। তাই তিনি নাকি আগামী মরসুমের জন্য দল গঠনের কাজে নেমে পড়েছেন। বাকিটা অবশ্য সময় বলবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.