WTC Final 2023: বিশ্বযুদ্ধে ত্রিফলা আক্রমণই শানাবে অস্ট্রেলিয়া! মাঝপথে আইপিএল ছাড়া ক্রিকেটার ফিট

Josh Hazlewood Declared Fit In WTC Final 2023: জোশ হ্যাজেলউডকে পেয়ে গেল অস্ট্রেলিয়া। আইপিএলের মাঝপথে চোট পেয়ে দেশে ফিরেছিলেন তারকা পেসার। এবার হ্যাজেলউড পুরো ফিট হয়ে গেলেন। প্রস্তুত  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামার জন্য।  

Updated By: May 29, 2023, 05:43 PM IST
WTC Final 2023: বিশ্বযুদ্ধে ত্রিফলা আক্রমণই শানাবে অস্ট্রেলিয়া! মাঝপথে আইপিএল ছাড়া ক্রিকেটার ফিট
অস্ট্রেলিয়ার তিন মহারথী এক ফ্রেমে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ৭ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (ICC World Test Championship Final 2023)। মেগা ফাইনালের (WTC Final 2023) দুই প্রতিপক্ষ টিম ইন্ডিয়া (Team India) ও অস্ট্রেলিয়া (Australia)। দুই দলই গত রবিবার সন্ধ্যায় চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে। ১৭ সদস্যের স্কোয়াড। মূল দলে ১৫ জন ও স্ট্যান্ড বাইতে দুই ক্রিকেটার। অস্ট্রেলিয়া বিশ্বযুদ্ধে নামার আগে বাড়তি অক্সিজেন পেয়ে গেল। ভারতের বিরুদ্ধে ত্রিফলা আক্রমণই শানাবে ক্য়াঙারুরা। মাঝপথে আইপিএল ছেড়ে যাওয়া জোশ হ্যাজেলউড (Josh Hazlewood) এখন একদম ফিট হয়ে গেলেন। হ্যাজলেউডকে পেয়ে অস্ট্রেলিয়ার চিন্তা অনেকটাই কমে গেল। কারণ অজি পেস আক্রমণের তিন স্তম্ভ- প্যাট কামিন্স (Pat Cummins), মিচেল স্টার্ক (Mitchel Starc) ও হ্যাজেলউড গ্রিন টপে কী করতে পারেন, তা বাইশ গজ জানে। তাঁরা যে ত্রাসের সমর্থক, তা ব্যাটাররা ভালো ভাবেই জানেন।

আরও পড়ুন: WTC Final 2023 | IND vs AUS: ঘোষিত বিশ্বযুদ্ধের চূড়ান্ত স্কোয়াড, লন্ডনের বিমানে যশস্বী-সূর্য! অজি দলেও চমক

চোটের জন্য হেজেলউড এই মরসুমে আরসিবি-র জার্সিতে মাত্র তিন ম্যাচ খেলে দেশে ফিরে গিয়েছিলেন। বাঁ-পায়ের অ্যাকিলিসে চোট লেগেছে হ্যাজেলউডের। তবে চোট নিয়ে বেশ ভালোই ভুগছেন তিনি। বিগত চার বছরে মাত্র দু'টি টেস্ট খেলেছেন তিনি। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে গিয়ে চোট পান। ওই সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি খেলেননি। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও প্রথম দুই টেস্টে তিনি মাঠে নামেননি। এরপর সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জানুয়ারি মাসে তৃতীয় টেস্ট খেলেছিলেন। ওই টেস্টেই চোট পান। যা এখনও পুরোপুরি সারেনি। হ্যাজেলউডে ভারতে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে এসেছিলেন। কিন্তু একটি ম্য়াচেও মাঠে নামতে পারেননি তিনি। দেখলে গেলে হ্যাজেলউড শুরু করবেন একদম নতুন ভাবে।

১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জোশ ইংলিস (উইকেটকিপার), উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিয়ঁ, টড মারফি, স্টিভ স্মিথ (ভাইস ক্যাপ্টেন), মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার। স্ট্যান্ড বাই প্লেয়ার্স: মিচেল মার্শ ও ম্য়াথিউ রেনেশ

১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকট। স্ট্যান্ড বাই প্লেয়ার্স: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার ও সূর্যকুমার যাদব

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.