WTC জেতার পর কেন Kohli-র কাঁধে মাথা রেখেছিলেন?মুখ খুললেন উইলিয়ামসন

অনাবিল সেই মুহূর্ত মন ছুঁয়ে যায় দর্শকদের

Updated By: Jul 1, 2021, 05:03 PM IST
WTC  জেতার পর কেন Kohli-র কাঁধে মাথা রেখেছিলেন?মুখ খুললেন উইলিয়ামসন

নিজস্ব প্রতিবেদন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC WTC Final) ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জয়ের মুহূর্তের বহু ছবিই ভাইরাল হয়েছে। কিন্তু তাঁর মধ্যে যেটি সবচেয়ে বেশি মন কেড়েছে দর্শকদের তা হল ম্যাচ শেষে বিরাট কোহলিকে (Virat Kohli) কেন উইলিয়ামসনের (Kane Williamson) জড়িয়ে ধরার মুহূর্ত। শুধু জড়িয়ে ধরা নয়, দেখা গেল ভারতের (India) অধিনায়কের কাঁধে মাথা রেখেছেন নিউজিল্যান্ডের (New Zealand) অধিনায়ক। মন ছুঁয়ে যায় দর্শকদের। অবশেষে সেই অনাবিল মুহূর্ত প্রসঙ্গে মুখ খুললেন উইলিয়ামসন।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান,'ঐ মুহূর্তটা দারুণ ছিল। আমরা জানতাম, যেখানেই হোক, যে দেশের মাটিতেই হোক, ভারতের বিরুদ্ধে খেলা মানেই কঠিন লড়াই। ওঁরা প্রায় সমস্ত ফরম্যাটেই আমাদের গেমের মানদণ্ড স্থাপন করে দেয়। এর মাধ্যমে ক্রিকেট সম্পর্কে তাঁদের জ্ঞান, দক্ষতা ও তাঁদের দেশে এর জনপ্রিয়তার জানান দেয়।'

আরও পড়ুন: পায়ে চোট, ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন শুভমান গিল

কিন্তু ফ্যানদের প্রত্যাশা মতোই উচ্ছ্বাসের পরিবর্তে কেন উইলিয়ামসন জড়িয়ে ধরলেন বিরাটকে? সে প্রসঙ্গে নিউজিল্যান্ডের অধিনায়ক জানান,'বিরাট ও আমি একে অপরকে দীর্ঘদিন ধরে চিনি এবং আমরা বন্ধু। খুব ভাল সম্পর্ক। আমরা সবসময় জানি যে এই সম্পর্ক সবকিছুর থেকেই বড়। সেদিন সত্যিই একটা দারুণ প্রতিযোগিতার সম্মুখীন হয় দুই দল। কঠিন লড়াইয়ে একে অপরের প্রতি আমরা সম্মান রেখে চলি। কেউ ট্রফি জেতে, কেউ জেতে না।'

আরও পড়ুন: 'ফুটবলই বাঁচিয়ে রেখেছে', প্রতিকূল শৈশব পেরিয়ে জীবনযোদ্ধা Andriy Shevchenko

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.